ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছয় সন্তানকে নিয়ে মালিবুর ভাড়াবাড়িতে জোলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ছয় সন্তানকে নিয়ে মালিবুর ভাড়াবাড়িতে জোলি

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিয়ে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করার পর থেকে মালিবুতে নিরিবিলি দিন কাটাচ্ছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে অস্থায়ীভাবে নয়, ছয় সন্তানকে নিয়ে ৪১ বছর বয়সী এই তারকা এখানেই থাকবেন বলে শোনা যাচ্ছে।

 

কারণ সাগরমুখী বাড়িটিতে বড়সড় রান্নাঘর, শরীরচর্চা কেন্দ্র ও সাঁতারের পুল আছে। জানালা খুললে ভেতর থেকে দেখা যায় নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। যেন ছবির মতো! পিট-জোলির সন্তানদের চারপাশে ঘোরাঘুরির জন্য আছে প্রচুর জায়গা। খবর ডেইলি মেইলের।  

১২ বছরের সঙ্গী পিটের সঙ্গে বিচ্ছেদের আবেদন করার তিন সপ্তাহ আগে প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে এই প্রাসাদতুল্য বাড়ি ভাড়া নেন জোলি। এখানে আছে মসৃণ কাঠের মেঝে। সারাবাড়ির দেয়াল সাদা রঙের।  

সাড়ে চার হাজার স্কয়ার ফুটের বাড়িটিতে আছে পাঁচটি শোবার ঘর, পাঁচটি স্নানঘর, প্রয়োজনীয় সরঞ্জামাদিতে ভরপুর ব্যায়ামাগার, দ্বিমুখী অগ্নিকুন্ড, কাচের কফি টেবিল, কাচের ও কাঠের দরজা, মেহগনি টেবিল, কাঠের কেবিনেট, কাঠের সিঁড়ি।  

আঙিনায় আছে ঝলমলে বাহারি ডিজাইনের সুইমিং পুল ও উন্মুক্ত গরম জলে স্নানের জায়গা ও সূর্যস্নানের জন্য ডেকে চেয়ার। এ বাড়ির বহির্ভাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যে এটি ভাইরাল।  

ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ছয় সন্তান হলো ম্যাডক্স (১৫ বছর), প্যাক্স (১২), জাহারা (১১), শিলো (১০) ও যমজ ভাইবোন ভিভিয়েন ও নক্স (৮ বছর)। তাদের মধ্যে ম্যাডক্সকে পিট মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট (শিশু ও পরিবার) ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এখন এ ঘটনা তদন্ত করছে।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।