ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিমানবন্দরের ভিডিও ফুটেজে নির্দোষ ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
বিমানবন্দরের ভিডিও ফুটেজে নির্দোষ ব্র্যাড পিট অ্যাঞ্জেলিনা জোলি, ম্যাডক্স ও ব্র্যাড পিট

অভিযোগ উঠেছিলো, উড়োজাহাজের অভ্যন্তরে দত্তক পুত্রসন্তান ম্যাডক্সকে মারধর করেছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। তবে মিনেসোটার ইন্টারন্যাশনাল ফলস বিমানবন্দরে পাওয়া ভিডিও ফুটেজে এমন কিছু পাওয়া যায়নি।

 

ফুটেজে দেখা গেছে, ম্যাডক্সের সঙ্গে চেঁচামেচি করেছেন পিট। তবে তিনি গায়ে হাত তোলেননি। খবর ডেইলি মেইলের। ভিডিওটি দেখেছে এমন একটি সূত্র জানিয়েছে, ৫২ বছর বয়সী ব্র্যাড অনেক চিৎকার করেছিলেন। কিন্তু মারধরের মধ্যে ছিলেন না তিনি।  

মতের অমিলের কারণ দেখিয়ে পিটের স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিয়ে বিচ্ছেদের আবেদন করার পর ৫২ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে। তবে ফুটেজটি তাকে বাঁচিয়ে দিয়েছে বলে আশা করা হচ্ছে।  

তবে বাপ-বেটার এই মৌখিক সংঘাত পরবর্তী সময়ে কতোদূর গড়িয়েছে তা অনিশ্চিত। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট (শিশু ও পরিবার) ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এখনও পিটের বিরুদ্ধে ওঠা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সন্তানকে মারধরের অভিযোগ তদন্ত করছে।  

পিটের ঘনিষ্ঠ এক বন্ধু জানান, এ ধরনের অভিযোগ অতিরঞ্জিত ও মানুষের মনগড়া। তার ভাষ্য, ‘ব্র্যাডের বিরুদ্ধে যেসব কথাই সবাইকে আহত করছে তা পুরো পরিবারের জন্য দুঃখজনক। দুই যত্নবান অভিভাবকে পরিপূর্ণ একটি পরিবার তারা। আর দশটা পরিবারের মতোই তাদেরও মতবিরোধ হয়। ’ 

এদিকে পিট-জোলির বিচ্ছেদের পেছনে ফরাসি অভিনেত্রী মারিয়ন কঁতিয়ারের দিকে আঙুল তোলা হচ্ছিলো। কারণ পিট ও মারিয়ন একসঙ্গে ‘অ্যালিড’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু কঁতিয়ার ইনস্টাগ্রামে জানিয়েছেন, এটা ডাহা মিথ্যা। তার প্রেমিক গিউম ক্যানে ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানান। এখন সবার জানার ইচ্ছে, হলিউডের সবচেয়ে বিখ্যাত দম্পতি পিট ও জোলির এক যুগের সম্পর্কের সুতো ছিঁড়ে যাওয়ার আসল কারণ কী।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।