ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কোয়ান্টিকো’র আগে কখনও অডিশন দেননি প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
‘কোয়ান্টিকো’র আগে কখনও অডিশন দেননি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

৫০টিরও বেশি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা আছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে। কিন্তু কোনোটির জন্যই অডিশন দিতে হয়নি তাকে।

তবে এবিসি নেটওয়ার্কের ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের সুযোগ পেতে প্রথমবার অডিশন দিয়েছেন তিনি।  

জনপ্রিয় টিভি সিরিজটির দ্বিতীয় মৌসুমেও অ্যালেক্স পারিশ চরিত্রে আবার অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এর প্রচারণা করতে ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে আড্ডা দিতে এসে তিনি জানান, এ ধারাবাহিকে অভিনয়ের আগে কখনও অডিশন দেননি। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘২০০০ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছিলাম। তাই আমার নিজেকে আলাদাভাবে পরিচিত করার মতো কিছু ছিলো না। তাছাড়া কাজের ব্যাপারে আমি বরাবরই সৎ। ’

যোগ করে প্রিয়াঙ্কা বলেন, ‘কোয়ান্টিকোর চিত্রনাট্য হাতে পাওয়ার পর নির্মাতারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। আমাকেও তাদের কাছে গিয়ে চিত্রনাট্য পড়তে হয়েছিলো। অ্যালেক্স পারিশ চরিত্রটির জন্য স্কার্ট আর উঁচু হিল পরে হাঁটতে হয়েছে। বুঝতে পারছিলাম না তখন আমার কী ভাবা উচিত!’

অডিশনে কি প্রিয়াঙ্কা নার্ভাস ছিলেন? এ প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘অবশ্যই। কারণ একটা ঘরে সাতজন মানুষ আমার দিকে চেয়ে আছে, আমাকে অভিনয় করতে হচ্ছে, এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। অভিনয়শিল্পীদেরকে এই অদ্ভুত কাজটা করতে হয়। কোনো অনুষ্ঠানের মঞ্চে উঠলে ৮০ হাজার মানুষের সামনে সাবলীল থাকতে পারি। কিন্তু অডিশনে যাওয়ার আগে হাত-পা ঘামছিলো। মনে আছে অডিশন দেওয়ার আগে বাথরুমে গিয়ে আয়নায় তাকিয়ে নিজেকে বলেছি, তুমি অর্ধশত ছবিতে কাজ করে ফেলেছো। অথচ এখন কী হলো তোমার? এরপর অডিশনে গিয়ে নিজের কাজটা করলাম এবং অভিনয়ের সুযোগ পেলাম। ’

আমেরিকায় ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের প্রচার শুরু হবে রোববার (২৫ সেপ্টেম্বর)। পরদিন এটি দেখা যাবে ভারতীয় চ্যানেলে। সিরিজটিতে প্রিয়াঙ্কার নতুন সহশিল্পী ‘এল.এ. ল’খ্যাত ব্লেয়ার আন্ডারউডও তার সঙ্গে ছিলেন ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে।  

এদিকে ইনস্টাইল অ্যাওয়ার্ডসে হলিউডের ব্রেকথ্রো স্টাইল স্টার পুরস্কার পেতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। আগামী মাসে লসঅ্যাঞ্জেলেসে তার হাতে এটি তুলে দেওয়া হবে। লালগালিচায় যারা স্টাইলে দ্যুতি ছড়ান, তাদেরকেই মূলত এ স্বীকৃতি দেওয়া হয়ে থাকে।  

বাংলাদেশ সময় : ১৩৩১  ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।