ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধ করতে মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধ করতে মামলা

কাশ্মির ইস্যুর মীমাংসা না হওয়া পর্যন্ত পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধ করার জন্য লাহোর উচ্চ আদালতে গত ২৩ সেপ্টেম্বর একটি মামলা করা হয়েছে। আবেদনটি করেছেন অ্যাডভোকেট আজহার সাদ্দিক।

তার অভিযোগ, দেশটির প্রেক্ষাগৃহে ভারতীয় ছবির প্রদর্শনের মাধ্যমে কাশ্মির ও পাকিস্তানিদের অনুভূতিতে আঘাত করা হচ্ছে। এ দুটি অঞ্চলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার তারা।

মামলায় আরও বলা হয়েছে, পাকিস্তানের কাশ্মির নীতিবিরোধী বক্তব্য থাকে ভারতীয় ছবিতে। যা এই উপত্যকার মানুষদের স্বাধীনতা আন্দোলনে বড় বাধা। তাই কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে পাকিস্তানি সরকারের উচিত নিজের দেশে ভারতীয় ছবি প্রদর্শনে তড়িৎ নিষেধাজ্ঞা আরোপ করা।  

আবেদনকারী যুক্তি, এই নিষেধাজ্ঞার ফলে উরিতে সন্ত্রাসী হামলার কারণে সরকারি ও চরমপন্থী সংগঠন থেকে পাকিস্তানি শিল্পীদেরকে ভারত ছাড়ার যে হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে উচিত জবাব হবে।  

বাংলাদেশ সময় : ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।