ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কারিনার জন্মদিনে আলো কেড়ে নিলেন সাইফ-কন্যা সারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
কারিনার জন্মদিনে আলো কেড়ে নিলেন সাইফ-কন্যা সারা সারা আলি খান

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ৩৬তম জন্মদিনের অনুষ্ঠান হয়ে উঠেছিলো জমকালো। গত ২১ সেপ্টেম্বর রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত পার্টিতে তোলা বিভিন্ন ছবি সেই ইঙ্গিতই দিচ্ছে।

 

অন্য তারকা অতিথিদের মধ্যে বেবোর স্বামী সাইফ আলি খানের আগের সংসারের কন্যাসন্তান সারা আলি খান কেড়ে নিলেন সব আলো! নীল জিন্স প্যান্ট, ছোট করে কাটা সাদা টপ ও কালো জ্যাকেটে তাকে দারুণ লেগেছে। দেখলেই মনে হচ্ছে আগামীতে বলিউড উঠবে-বসবে তার আঙুলের ইশারায়! 

সারার এমন টানটান শারীরিক গড়নের কথা পরদিন ভারতের বেশিরভাগ সংবাদমাধ্যমে উঠে এসেছে। অনেকে তো 'কালা চশমা' গানে ক্যাটরিনার মনকাড়া শারীরিক গড়নের সঙ্গে সারাকে তুলনা করছে। জল্পনা চলছে, শিগগিরই বলিউডে পা রাখবেন তিনি। আপাতত পোশাক বাছাইয়ে যে তিনি দক্ষ হয়ে উঠেছেন তা ভালোই বুঝিয়ে দিলেন।  

পার্টিতে আরও এসেছিলেন রণবীর কাপুর, মালাইকা অরোরা খান, অমৃতা খান, রণধীর কাপুর, আরমান জৈন প্রমুখ। কিন্তু সারার জ্বলজ্বলে উপস্থিতির কাছে সবাই ছিলেন ম্রিয়মান!

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।