ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দর্শকদের ছবি দেখিয়ে রাষ্ট্রের কল্যাণ করেন চলচ্চিত্র পরিচালকরা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
‘দর্শকদের ছবি দেখিয়ে রাষ্ট্রের কল্যাণ করেন চলচ্চিত্র পরিচালকরা’ ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমরা যারা ছবি বানাই তারা দাবি করতে পারি অনেক বড় কাজ করি। এটা রাষ্ট্রের জন্য অনেক বড় বিশাল কাজ।

আমাদের বানানো ছবি সিনেমা হলে দেখতে এসে প্রত্যেক দর্শক কয়েক ঘণ্টা পৃথিবীর সব অশুভ চিন্তা, অশুভ কর্ম থেকে দূরে থাকে’- বলছিলেন চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে এফডিসির ৮ নম্বর ফ্লোরে তার পরিচালিত নতুন ছবি ‘ভালো থেকো’র মহরতে তিনি একথা বলেন।  

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু আরও বলেছেন, ‘যখন দেশে এক হাজার সিনেমা হল ছিলো, তখন দৈনিক ১০ লাখ মানুষ ছবি দেখতো। আমার সবশেষ ছবি ‘নিয়তি’ মুক্তির প্রথম দিনে দুই লাখ ৮১ হাজার ৮৭৪ জন দর্শক দেখেছে। ছবিটি দুই সপ্তাহ চলেছে, সুতরাং কয়েক লাখ লোককে আমি অশুভ চিন্তা, অশুভ কাজ থেকে দূরে রেখেছি। সারাদেশের মানুষ অবসর সময়ে সিনেমা হলে এলে মাদকাসক্তি ও নারীদের উক্ত্যক্ত করার হার কমবে। এক হাজার সিনেমা হল যদি থাকে এবং সেগুলোতে অর্ধ কোটি দর্শক ছবি দেখে তাহলে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হয়ে যাবে। ’

দেশের বিভিন্ন বিপণি বিতান ও বহুতল মার্কেটে প্রেক্ষাগৃহ নির্মাণের আহ্বান জানিয়ে ‘ভালো থেকো’ ছবির নায়ক আরিফিন শুভ বলেন, ‘আমরা যতো ভালো ছবিই করি না কেনো, দর্শক না দেখলে দিন শেষে কোনো ফলই আসবে না। তাই প্রতিটি বহুতল মার্কেটে কমপক্ষে ২০০ আসন হলেও একটি করে সিনেমা হল তৈরি করে চলচ্চিত্র শিল্পের উত্তরণে এগিয়ে আসুন। ’

মহরতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান। এ ছাড়াও ছিলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, শফিক তুহিন, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, ইকবাল হোসেন, মেহেদী সিদ্দিক মনির, প্রযোজনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রের সিইও জাহিদ হাসান অভি।

‘ভালো থেকো’ ছবির কলাকুশলীদের মধ্যে আরও ছিলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া, আসিফ ইমরোজ, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ। ছবিটির চিত্রায়ন শুরু হবে কয়েকদিনের মধ্যে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।