ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘গল্পকার হলেন কন্যার পিতা, পরিচালক সেই কন্যার স্বামী’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
‘গল্পকার হলেন কন্যার পিতা, পরিচালক সেই কন্যার স্বামী’ তৌকীর আহমেদ ও মোশাররফ করিম, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রামের হালদা নদীকে কাছ থেকে দেখেছেন গল্পকার আজাদ বুলবুল।  তিনি জেনেছেন এটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হালদা দিয়ে যাওয়ার সময় তার মনে হয়েছিলো, এ নদীর পাড়ের মানুষদের ভিন্নরকম চারিত্রিক বৈশিষ্ট্য আছে। হালদার প্রতি, এ নদীর মাছগুলোর প্রতি, বিশেষ করে মা মাছের প্রতি তাদের ভালোবাসা দেখে ভাবলেন একটি বক্তব্যধর্মী গল্প তৈরি করা যায়।  

হালদা পাড়ের মানুষ গর্ভবতী নারীকে যেরকম মমতার চোখে দেখে, ডিমওয়ালা মাছকে একইরকম ভালোবাসে। সেই ভাবনা থেকেই তিনি লিখেছেন ‘হালদা’ গল্পটি। এ নিয়ে চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। তবে তিনি বলে রেখেছেন, ‘মাধ্যম ভেদে গল্পের পরিবর্তন হয়। বিশেষ করে চলচ্চিত্র এমন একটি মাধ্যম, যেখানে সার্জনের মতো পরিচালককে কাটাছেঁড়া করতে হয়। সেগুলো তিনি (আজাদ বুলবুল) একজন আধুনিক মানুষ হিসেবে গ্রহণ করেছেন এবং আমাদেরকে সুযোগ দিয়েছেন তার গল্পটি নিয়ে কাজ করার। ’

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে ছবিটির মহরতে এ তথ্য জেনে অবাক হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। ‘হালদা’য় তাকে দেখা যাবে জেলে সম্প্রদায়ের মানুষ বদিউজ্জামান চরিত্রে। অভিনয়শিল্পী হিসেবে বক্তব্য দিতে এসে তিনি বলেন, “গল্পের পরিবর্তন হচ্ছে জেনেও গল্পকার মন খারাপ করেন না এমন ঘটনা খুব কম দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে, গল্পকার দাবি করেন তার গল্পটাকে শেষ করে দিয়েছে! আমার কাছে মনে হয় যিনি গল্প লেখেন তিনি কন্যার পিতা, আর পরিচালক হলেন কন্যার স্বামী। ‘হালদা’ গল্পটি উপযুক্ত জায়গায় (তৌকীর আহমেদকে ইঙ্গিত করে) জমা পড়েছে। সংযোজন-বিয়োজনটা ভালো হবে। ”

মোশাররফের সঙ্গে একমত গল্পকারও। চলচ্চিত্রের চিত্রনাট্যের প্রয়োজনে গল্পের পরিবর্তন নিয়ে আপত্তি নেই জানিয়ে তিনি বলেছেন, ‘আমিও মনে করি, গল্পটি পাকা জহুরীর হাতে পড়েছে। তৌকীর আহমেদ অত্যন্ত শিল্পময় ও নানন্দিক এবং সংযোজন-বিয়োজনের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে আগ্রহের একটি সৃষ্টি হিসেবে নির্মাণ করতে সক্ষম হবেন এটিকে। ’

ছবিটি প্রযোজনা করছে আমরা ক’জন। এই সংগঠনের প্রধান নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিমের কাছে প্রথম ‘হালদা’র গল্প শোনেন তৌকীর আহমেদ। এইচএম ইব্রাহিমেরই এক বন্ধু আজাদ বুলবুল। গল্পকার মহরত অনুষ্ঠানে বলেন, ‘গল্পে দেখাতে চেয়েছি নদীটি এ দেশের ঐতিহ্যবাহী একটি বিষয়। এর কথা অনেকেই জানে না। এটি অনালোচিত একটি বিষয় যে, প্রাকৃতিকভাবে মাছ ডিম ছাড়ে। নদীদূষণ, নদীদখল তো আছেই, পাশাপাশি সেখানকার লোক সংস্কৃতিকে ধরতে চেয়েছি। হালদার দুই পাড়ের মানুষের লোকজীবন, লোকসংস্কৃতি, তাদের বিবাহ, উৎসব, বলীখেলা, কুস্তিখেলা, গরুর লড়াই, কবিগান, তৎকালীন নাট্য আন্দোলন- এসব বিষয়ও এই গল্পে তুলে ধরার চেষ্টা করেছি। ’

‘হালদা’য় আরও অভিনয় করবেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, শাহেদ আলী প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।