ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘নতুন উদ্যমে কাজে ফিরেছি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
‘নতুন উদ্যমে কাজে ফিরেছি’ বাপ্পী

কাজে যোগ দিয়েছেন চিত্রনায়ক বাপ্পী। দু’মাস বিরতির পর বুধবার (২১ সেপ্টেম্বর) ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি।

আমিনবাজারে ‘আমি তোমার হতে চাই’ ছবির কাজে আবার পাওয়া যাচ্ছে তাকে।  

পাকস্থলীতে অস্ত্রোপচার ও বিশ্রামের কারণে দু’মাস কাজের বাইরে ছিলেন ‘ভালোবাসার রং’ তারকা বাপ্পী। শুধু শুটিং নয়, চিকিৎসকের বারণ থাকায় তিনি ডাবিং কিংবা ঈদের টিভি অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি। এ কারণে  তার ঈদ কেটেছে ঘরে বসেই। এখন অবশ্য বেশ সুস্থ আছেন তিনি।

এ প্রসঙ্গে বাপ্পী বাংলানিউজকে বললেন, ‘নতুন উদ্যম নিয়ে কাজে ফিরেছি। শিডিউল দেওয়া ছিলো এমন ছবিগুলোর কাজ শেষ করবো আগে। আর নতুন ছবি হাতে নেবো হিসেব করে। ’

গেলো কোরবানির ঈদে বাপ্পীর তিনটি ছবি মুক্তি পাওয়া কথা ছিলো। এগুলো হলো হিমেশ আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’, ইফতেখার চৌধুরীর ‘এক রাস্তা-ওয়ান ওয়ে’ এবং শাহ আলম মন্ডলের ‘আপন মানুষ’।

বাপ্পী শুটিং করছেন বা মুক্তির অপেক্ষায় আছে এমন ছবির তালিকায় আরও আছে ‘রাজকুমার’, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘আসমানী’, ‘গোপন সংকেত’,  ‘প্রেমের বাঁধন’, ‘মিসড কল’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬

এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।