ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বসগিরি নয়, ‘বুবলি’কে দেখতে সিনেমা হলে

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
বসগিরি নয়, ‘বুবলি’কে দেখতে সিনেমা হলে

ঢাকা: যে সিনেমাটি দেখতে এসেছেন, তার নাম ভুলে গেছেন কামরুল। কিন্তু নায়িকার নাম তার ঠিকই মনে আছে! নাম ‘বুবলি’।

ঈদের এই গুরুত্বপূর্ণ সময়ে সিনেমার নাম যাই হোক, সিনেমাটিকে ‘বুবলি’ নামেই ডাকছেন আশির দশকের ঢাকার একজন সিনেমা দর্শক।

বুবলি নামের ঢাকাই চলচ্চিত্রের নতুন নায়িকাকে মোহাম্মদপুরের এ কে এম কামরুল হাসান সংবাদ পাঠিকা হিসেবে দেখেছেন। কিন্তু সে পাঠিকা যখন নায়িকা, তখন তিনি অভিজাত শপিংমল স্টার সিনেপ্লেক্সে ছুটে এসেছেন। আশির দশকে হলে গিয়ে তার দেখা শেষ ছবি ছিল ‘দুই জীবন’।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বুবলি দেখে বের হয়ে এক থায় তিনি বললেন, ‘‘মেয়েটি এতো কিউট যে আর কোনো নায়িকাকে এতো কিউট দেখায় না! যে অভিনয় করলো সে, তাতে সে একদম হিট’’!

তিনি বলেন, ‘‘নায়িকার নায়ক শাকিব খানকে নিয়মিত দেখা যাচ্ছে। তিনিও হিট। তবে নতুন করে একজন নায়িকার মোহনীয় অভিনয় মনে ধরেছে দর্শকদের’’।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া বসগিরি সিনেমা দেখতে দেশের আধুনিক প্রেক্ষাগৃহ বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়। কেউ এসেই টিকিট পাচ্ছেন তা এতোটা সহজ নয়। দেখতে চাইলে একদিন আগে টিকিট কাটতে হচ্ছে নয়তো এসে দেখা যাচ্ছে বুবলিকে দেখার টিকিট শেষ।
বুবলি-শাকিব খানের বসগিরি ছাড়াও স্টার সিনেপ্লেক্সে চলছে দ্য সুইসাইড, লাইটস আউট, পেটে’স ড্রাগন, জেনস বউন, ও রক্ত সিনেমা।

রক্ত সিনেমা দেখা শেষে আরেকজন নিয়‌মিত দর্শক ফাইজা চৌধুরী বলেন, ‌‘‘শ্যুটিং লো‌কেশন পছন্দ হয়েছে। দারুণ জায়গা। কিন্তু গ‌ল্পে মিল ছি‌ল কম। অবাস্তবভা‌বে গ‌ল্পের মিল দেওয়ার একটা চেষ্টা দেখা গে‌ছে। যা থেকে আগামীতে বেরিয়ে আসতে হবে’’।

স্টার সিনেপ্লেক্সে সবগু‌লো হল ভ‌র্তি। ঈ‌দের উৎস‌বে এমন হল ভর্তি দর্শকই ব‌ু‌ঝি‌য়ে দেয় সি‌নেমা পাড়া বেশ সরগরম।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।