ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবা হারালেন রিংকু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
বাবা হারালেন রিংকু বাবার সঙ্গে রিংকু

লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকুর বাবা মহসীন আলী মৃধা আর নেই (ইন্নালিল্লাহ…রাজিউন)। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ল্যাব এইড হাসপাতালে প্রাণ হারান তিনি।

ফুসফুস ক্যানসারে ভুগছিলেন মহসীন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  

রিংকুর পারিবারিক সূত্র জানায়, দু’ বছর আগে অসুস্থ হয়ে পড়েন মহসীন আলী মৃধা। তখন তার শরীরে টিউমার ধরা পড়ে। দু’ মাস আগে চিকিৎসকরা জানান তিনি ক্যানসার আক্রান্ত। সেই অনুযায়ী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা শুরু হয় মহসীন আলীর। এদিকে উন্নত চিকিৎসার জন্য বাবাকে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন রিংকু। কিন্তু শেষ রক্ষা হলো না।

বৃহস্পতিবার রিংকুর বাবার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নওগার আত্রাই উপজেলার সমসপাড়া গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে শুক্রবার সকালে তার  লাশ দাফন করা হয়। ক্লোজআপ ওয়ান তারকা রিংকু তার বাবার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬

এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।