ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদ নাটকের জন্য তাসনুভা তিশার প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
ঈদ নাটকের জন্য তাসনুভা তিশার প্রস্তুতি তাসনুভা তিশা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছোটপর্দার এ সময়ের পরিচিত মুখ তাসনুভা তিশা এবারের ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সংখ্যাটা দুই হালিরও বেশি।

এগুলো নিয়ে ‌আশাবাদী হয়ে তিনি বাংলানিউজকে বললেন, ‘ঈদ উপলক্ষে বেশকিছু চরিত্রনির্ভর গল্পে অভিনয় করেছি। এগুলোতে গুণী কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে পেয়েছি সহশিল্পী হিসেবে। ’
 
ঈদে সাত পর্বের পৃথক তিনটি ধারাবাহিক নাটকে দেখা যাবে তাসনুভা তিশাকে। এ তালিকায় আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘বিবাহিত ব্যাচেলর’ (আরটিভি), তুহিন হোসেনের ‘বউগিরি’ (বৈশাখী টিভি) এবং আনোয়ার হোসেনের ‘১৩৮ কালাচাঁন লেন’ (এশিয়ান টিভি)।
 
এ ছাড়া তাসনুভা অভিনয় করেছেন খায়রুল পাপনের ‘বিটলাবাবুর বাম হাত’ ও টেলিছবি ‘ক্রস কানেকশন’ (মাছরাঙা টিভি), সেতু আরিফের ‘পাখির ডানায় ভর’ (বৈশাখী টিভি), এহসান এলাহী বাপ্পির ‘গল্পের পেছনের গল্প’ ও আদিবাসী মিজানের ‘চোখ’ (আরটিভি) এবং ইমেল হকের ‘আপনার গরুকে লাইক দিন’ (আরটিভি) নাটকে।
 
‘বিটলাবাবুর বাম হাত’ ও ‘১৩৮ কালাচাঁন লেন’ নাটকে তাসুনভাকে পুরান ঢাকার মেয়ের চরিত্রে দেখা যাবে। এর আগে তার এমন অভিজ্ঞতা হয়নি। তিনি জানালেন, নাটক দুটির জন্য পুরান ঢাকার ভাষা শিখতে হয়েছে তাকে।
 
‘বিটলা বাবুর বাম হাত’ নাটকের শুটিং হয়েছে বুড়িগঙ্গা নদীরে ঘাটেও। ঈদের আগে ঘাটে প্রচুর ভিড় ছিলো। ‘আমার দৌড়ের একটি দৃশ্যের কাজ করার সময় খেয়াল করলাম সবার চোখ আমার দিকে। তখন আমার বেশভুষা খুবই সাধারণ ছিলো। নায়িকা মনে হওয়ার কোনো কারণ নেই। তবুও সবাই আমার দিকে তাকিয়ে ছিলো। বিষয়টি দেখে খুব ভালোও লেগেছে, সঙ্গে লজ্জাও পেয়েছি। ’
 
এদিকে আদিবাসী মিজানের ‘চোখ’-এ একই সঙ্গে নাগিনী, বক্সার, পাগল ও সাধারণ মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তাসনুভা তিশা। তিনি জানালেন, চরিত্রের প্রয়োজনে নাগিনীর পোশাক পরে নাচতে হয়েছে। বক্সার চরিত্রের জন্য ইউটিউব দেখে বক্সিং শিখেছি। আর পাগলের চরিত্রের জন্য মহড়া করে অভিনয়টা রপ্ত করেছি। ’
 
‘বউগিরি’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার কাজ করেছেন তাসনুভা তিশা। এ প্রসঙ্গে তার কথা, “এটা আমার জন্য সৌভাগ্য। তবে ভয়ে ভয়ে প্রথম দৃশ্যের কাজ করেছি। ওকে হতেই মোশাররফ ভাই আমাকে বললেন- ‘বাহ! তুমি তো ভালো অভিনয় করো। ’ তার এই প্রশংসাবাক্য কাজের প্রতি আমার আগ্রহ আরও বেড়ে গেছে। ”
 
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।