ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন বন্ধুর ‘ভিডিও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
তিন বন্ধুর ‘ভিডিও’ (বাঁ থেকে) সৌমিক, সাবিলা নূর ও সালমান মুক্তাদির

সাবিলা নূর, সালমান মুক্তাদির ও সৌমিক বাস্তবে ভালো বন্ধু। তাদের বন্ধুত্বের কথা সবারই জানা।

তিনজনই ছোটপর্দার এ সময়ের তিন পরিচিত মুখ। গত রোজার ঈদে তারা একসঙ্গে অভিনয় করেন ইশতিয়াক রুমেলের ‘যা কিছু ঘটে’ নাটকে। এবার তারা জোট বেঁধে অভিনয় করলেন ‘ভিডিও’তে।
 
এ প্রসঙ্গে সাবিলা নূর বাংলানিউজকে বললেন, ‘আমরা তিন বন্ধু একসঙ্গে শুটিং সেটে থাকলে মজা করি অনেক। কিন্তু ক্যামেরার সামনে কান্নাকাটি করতে হয়েছে। শেষের একটি দৃশ্যে সালমানকে কাঁদতে দেখা যাবে। আমার একটি সংলাপ শুনে সে কেঁদেছে, চোখে জল এসেছে আমারও। এই দৃশ্যে অভিনয়ের সময় আমরা অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ’
 
শেষ দৃশ্যটির চিত্রায়ন হয়েছে ধানমন্ডির একটি গ্যারেজে। সাবিলা বলেছেন, ‘এবারই প্রথম গ্যারেজে কাজ করেছি। গরমে তখন আমাদের অবস্থা নাজেহাল! তবে কাজটি অনেক ভালো হয়েছে। তাই পরিশ্রমটা সার্থক মনে হচ্ছে। ’
 
‘ভিডিও’র বিষয়বস্তু প্রসঙ্গে সাবিলা জানান, প্রেমিকার সঙ্গে মজা করে অনেকেই বিভিন্ন ভিডিও ইন্টারনেটে ছাড়েন। এর অপকারিতা ফুটিয়ে তোলা হয়েছে নাটকে। একটি ভিডিও একজনের জন্য আনন্দের হলেও অন্যজনের ক্ষেত্রে তা জীবন-মরণের কারণ হতে পারে। এই সতর্কবার্তাই দেওয়া হয়েছে নাটকে।
 
নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। বর্তমান প্রজন্মের মধ্যে ইন্টারনেটভিত্তিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটকটি তৈরি হয়েছে বলে জানালেন তিনি। ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে এশিয়ান টিভির পর্দায় প্রচার হবে ‘ভিডিও’।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।