ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অন্তরা মিত্র এখন ঢাকায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
অন্তরা মিত্র এখন ঢাকায় ছবি: সংগৃহীত

বলিউডের সাম্প্রতিক সময়ের বিভিন্ন ছবির অনেক জনপ্রিয় গানের গায়িকা অন্তরা মিত্র। এর মধ্যে সবচেয়ে আলোচিত রোহিত শেঠি পরিচালিত শাহরুখ খান ও কাজল জুটির ‘দিওয়ালে’ ছবির ‘গেরুয়া’।

দর্শক-শ্রোতা মাতাতে প্রথমবার ঢাকায় এসেছেন তিনি।  

কোনো কনসার্ট নয়, ঈদ উপলক্ষে আরটিভির ‘লাইভ এশিয়া’ অনুষ্ঠানে গান গেয়ে শোনাবেন অন্তরা। সোমবার (১২ সেপ্টেম্বর) স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত সাড়ে ৮টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সোহেল রানা বিদ্যুত।

কলকাতার বনগাঁয়ের মেয়ে অন্তরা। কলেজে অধ্যয়নরত অবস্থায় সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ অংশ নিয়ে পরিচিতি পান তিনি। তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় আরও আছে ‘ভিগি সি ভাগি সি’ (রাজনীতি), ‘আলে’ (গোলমাল থ্রি), ‘সুন সোনিয়ে’ (আজব গজব লাভ), ‘সারি কে ফল সা’ (আর...রাজকুমার), ‘জনম জনম’ (দিলওয়ালে), ‘জানেমান আহ’ (ঢিশুম)। গেয়েছেন কলকাতার বাংলা ছবিতেও। ২৯ বছর বয়সী এই তরুণী এখন মুম্বাইবাসী।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।