ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মালদ্বীপে টানা তিন দিন জেমসের কনসার্ট

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
মালদ্বীপে টানা তিন দিন জেমসের কনসার্ট জেমস-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নগরবাউল জেমসের ঈদ কাটবে মালদ্বীপে। সেখানে পরপর তিন দিন কনসার্ট করবেন তিনি।

এবারই প্রথম ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটিতে গাইতে যাচ্ছেন আন্তর্জাতিক এই রকতারকা।  

জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে জানান, আগামী ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর মালদ্বীপে সংগীত পরিবেশন করবে পুরো নগরবাউল ব্যান্ড।  

কনসার্টগুলো অনুষ্ঠিত হবে দেশটির রাজধানী মালের আলিমাস কার্নিভালে। ‘দীবাগু ঈদ উৎসব ১৪৩৭’ শীর্ষক আয়োজনে জেমসের পরিবেশনা ছাড়াও থাকছে মালদ্বীপের ঐতিহ্যবাহী নাচ।

মালদ্বীপ সফর প্রসঙ্গে জেমস বলেছেন, ‘হাজারেরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গড়া মালদ্বীপ অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। ওখানে যাওয়ার আমন্ত্রণ পেয়ে আমরা আনন্দিত। কনসার্টগুলো ভালোভাবে হবে আশা করছি। ’

রোববার (১১ সেপ্টেম্বর) নিজের ব্যান্ডের বাকি চার যন্ত্রশিল্পী আর ব্যবস্থাপককে নিয়ে মালদ্বীপে রওনা দেবেন জেমস। নগরবাউলের অন্য সদস্যরা হলেন খায়েম আহমেদ (কি-বোর্ড), জিমি (ড্রামস), সাব্বির (বেজ), গিটার (রানা)।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।