ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমন-সারিকার ‘নীল ঘুম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
ইমন-সারিকার ‘নীল ঘুম’ সারিকা ও ইমন

চার বছর পর সম্প্রতি ‘আকাশ বাড়িয়ে দাও’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেন ইমন-সারিকা। এবার ‘নীল ঘুম’ নামের একটি নাটকে কাজ করলেন তারা।

দুটোই তৈরি হয়েছে ঈদুল আজহা উপলক্ষে।
 
‘নীল ঘুম’ নাটকে ক্যানসার আক্রান্ত রোগীর চরিত্রে দেখা যাবে সারিকাকে। তার অভিনীত চরিত্রের নাম নীলা। ইমন আছেন আবির চরিত্রে। গল্পে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা হয় তাদের। এরপর তারা ভালোবেসে ঘর বাঁধে। কেটে যায় সাত বছর।
 
হঠাৎ জানা যায় নীলা ক্যানসারে ভুগছে। শ্বাসকষ্ট ও হাঁপানী রোগের ভুল চিকিৎসার কারণে তার ফুসফুসে ক্যানসার হয়েছে। ছয়টি কেমো আর কুড়িটি রেডিওথেরাপী দিয়েও তার সুস্থ হওয়ার লক্ষণ দেখা যায় না। নীলা সিদ্ধান্ত নেয় মরফিনের মাধ্যমে এই যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি নেবে।
 
নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন, লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। ঈদের দ্বিতীয় দিন আরটিভির পর্দায় প্রচার হবে ‘নীল ঘুম'। নির্মাতা জানান, গল্পের প্রয়োজনে একটি গান ব্যবহার করা হয়েছে নাটকটিতে। ‘এটা গল্প’ শিরোনামের স্যাড রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন সুজন আরিফ।  

ইমন ও সারিকা প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন ২০১২ সালে ‘ভ্যালেন্টাইন’ নাটকে। অভিনয়ের বাইরে থাকায় কিছুদিন টিভি নাটকে পাওয়া যায়নি সারিকাকে।  
 
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।