ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মীরাক্কেল’ তারকাদের রম্য আড্ডা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
‘মীরাক্কেল’ তারকাদের রম্য আড্ডা

কলকাতার জি বাংলা চ্যানেলের হাসির প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এর বিভিন্ন মৌসুমে অংশ নিয়ে জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই। তাদের মধ্যে শশী, শাওন, পরশ, হৃদয়, আরমান, পাভেল একসঙ্গে রম্য আড্ডায় অংশ নিলেন।

এ আয়োজনের নাম ‘আপন আলোয়-সীমানা পেরিয়ে’।  

‘মীরাক্কেল’-এর অডিশন থেকে শুরু করে কৌতুক পরিবেশনা পর্যন্ত নানা মজার ঘটনা জানিয়েছেন ছয় তরুণ-তরুণী। পরিচিতি পাওয়ার পর মজার কী কী হয়েছে তা-ও জানিয়েছেন তারা। এর চিত্রায়ন হয়েছে বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। তিনি বললেন, ‘মীরাক্কেল-এ এই ছয়জন আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। দর্শকদের কাছে তাদের কাজ ও ব্যক্তিজীবনের গল্প তুলে ধরার জন্য তাদেরকে একসঙ্গে আমন্ত্রণ জানিয়েছি আমরা। ’

ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ‘আপন আলোয়-সীমানা পেরিয়ে’। প্রযোজনায় রফিকুল ইসলাম ফারুকী।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।