ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মমতাজের লোকাল বাসে নাচ গান! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
মমতাজের লোকাল বাসে নাচ গান! (ভিডিও) মমতাজ, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শুটিংয়ের সময়ই এসেছিলেন আলোচনায়। অবশেষে দেখা দিলেন তিনি! ফোকসম্রাজ্ঞী মমতাজের নতুন গান ‘লোকাল বাস’-এর ভিডিও এখন ইউটিউবে।

প্রথমবারের মতো তার গানের সঙ্গে শোনা গেছে র‌্যাপ। মডেলদের পাশাপাশি মমতাজের উপস্থিতি মিউজিক ভিডিওটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়।  ‘লোকাল বাস’ গানটির ভিডিও ২ সেপ্টেম্বর রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। এটি তৈরি করেছেন তানিম রহমান অংশু।

গোলাম রাব্বানী ও লুৎফর হাসানের লেখা ‘লোকাল বাস’-এর সংগীত পরিচালক ‘আসো মামা হে’খ্যাত প্রীতম হাসান। আবারও তাকে মডেল হিসেবে পাওয়া গেলো এই গানে। অন্য মডেলরা হলেন টয়া, অদিত, র‌্যাপার শাফায়েত ও সৌমিক।  

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শুটিং সেটে ঢুকে পড়ে দম্পতি টয়া ও সৌমিক। দু’জনই ঝগড়া করছেন। সৌমিকের চোখে টয়ার কোনো গুণ নেই। একথা শুনে টয়া  জোর করে বাসে উঠে নাচতে শুরু করেন।

* ‘লোকাল বাস’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬

এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।