ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দেয়ালে দেয়ালে’ মিনার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
‘দেয়ালে দেয়ালে’ মিনার মিনার রহমান

‘সাদা রঙের স্বপ্ ‘ থেকে ‘আহারে’ পেরিয়ে ‘ঝুম’- মিনারের ক্যারিয়ারের গ্রাফ এরকমই। ‘সাদা রঙের স্বপ্ন’ গানের পর দীর্ঘ বিরতি।

সাফল্য পেলেন ‘আহারে’ দিয়ে। এর রেশ কাটতে না কাটতেছে ভক্তদের মাতালেন ‘ঝুম’ দিয়ে। এবার ঈদে তিন গানের ইপি প্রকাশ হচ্ছে মিনারের।  

জনপ্রিয় সংগীশিল্পী মিনার রহমানের অ্যালবামটির নাম 'দেয়ালে দেয়ালে'। সিডি চয়েজের ব্যানারে অ্যালবামের গানগুলো রবিউল ইসলাম জীবন,  সুর মিনারেরই আর সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানগুলো হলো- ‘দেয়ালে দেয়ালে’, ‘একটু বাউন্ডুলে’ ও ‘এতোটা ভালোবাসি’।  তিনটি গানেরই মিউজিক ভিডিও আসবে।

মিনার বলেন, ‘গানগুলোতে আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। দারুণ লিখেছেন জীবন আর সংগীতায়োজন করেছেন ইমন। আশা করি সবার ভালো লাগবে। ’ 

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
টিএস/এসও    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।