ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার ক্রিকেটারের সঙ্গে চার অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
চার ক্রিকেটারের সঙ্গে চার অভিনেত্রী

মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, আল আমিন ও এনামুল হক বিজয়- খেলার মাঠের নায়ক তারা। মাঠের এই যোদ্ধারা এবার লড়বেন টিভিপর্দায়।

এই যুদ্ধে আছেন এ সময়ের চারজন অভিনেত্রী।   

মাঠ কাঁপানো তারকাদের সঙ্গে টিভিপর্দায় হাজির হচ্ছেন চার অভিনেত্রীও। প্রতিদ্বন্দ্বী নয়, জুটি হয়ে খেলবেন তারা। অভিনেত্রীরা বুদ্ধির খেলায় কম পারদর্শী নন, তা দেখা যাবে ঈদুল আজহা উপলক্ষে একুশে টিভির বিশেষ গেম শো ‘লাক বাই চান্স’-এ।

‌গেম শোতে অংশ নিয়েছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, আল আমিন ও এনামুল হক বিজয়। তাদের সহযোগী হিসেবে থাকছেন চার অভিনেত্রী। তারা হলেন- শ্রাবণ্য তৌহিদা, রানী সরকার, নাবিলা ইসলাম ও বৃষ্টি ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌস ও ফারহানা নিশো।

সম্প্রতি ‘লাক বাই চান্স’ গেম শোর দৃশ্যধারণ হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন খেলার মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে। বুদ্ধির খেলার সঙ্গে গান গাওয়া ও নাচের পর্বেও যোগ দেন এসব তারকারা। অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী কোনাল। ‘লাক বাই চান্স’-এ বিজয়ী হয়েছেন আশরাফুল। তার জুটি ছিলেন বৃষ্টি ইসলাম।

ফারহানা নিশোর পরিচালনায় ‘লাক বাই চান্স’ গেম শোটি একুশে টিভিতে প্রচার হবে। এর প্রচার সময় চূড়ান্ত হয়নি।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
জেএমএস/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।