ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছয় বছর পর শফিক সাদেকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
ছয় বছর পর শফিক সাদেকী শফিক সাদেকী

মঞ্চ ও টিভি নাটকে এক সময় নিয়মিত অভিনয় করতেন শফিক সাদেকী। কয়েক দশক কেটেছে এভাবে।

এর মধ্যে কানাডায় পাড়ি জমানোর কারণে অভিনয়ে ছেদ ঘটে। ৬ বছর পর ঈদের একটি টেলিছবিতে অভিনয় করেছেন শফিক সাদেকী।

দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে শফিক সাদেকী বললেন, ‘টানা ৬ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালাম। এর মানে এই না যে, আমি মিডিয়া থেকে দূরে ছিলাম। বেশ কিছু বিজ্ঞাপন বানিয়েছি। এছাড়া নিজের ব্যাবসা, ইভেন্ট ম্যানেজমেন্ট, পরিচালনা ও প্রযোজনা নিয়েই ব্যস্ত ছিলাম, ক্যামেরার পেছনে কাজ করেছি। ’ 

কিংকার আহসানের লেখা ‘কষ্টপুরুষ’ নামে টেলিছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এর গল্পে দেখা যাবে, শফিক সাদেকী তার প্রেমিকার চাহিদা মেটাতে বিদেশে পাড়ি জমাচ্ছেন। প্রেমিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নওশীনকে।

‘কষ্টপুরুষ’-এর পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষ্যে আরও কয়েকটি নাটক ও টেলিছবিতে কাজ করছেন শফিক সাদেকী। এগুলো হলো- দীপ্ত মাহমুদের পরিচালনায় টেলিছবি ‘প্রহেলিকা’ ও এম সাখাওয়াত হোসেনের ‘ডটকম ঢাকা’।  ঈদের পর কিংকরের লেখা ‘অপারেশন ল্যান্ডস্টর্ম’ নামের একটি টেলিছবির কাজ করবেন। জনপ্রিয় এই অভিনেতা এ বছরই পাওয়া যাবে চলচ্চিত্রে। অভিনয় নয়, পরিচালনা করবেন তিনি। এখন থেকে দেশেই থাকবেন শফিক।  

এ সময়ের কাজ নিয়ে তিনি বলেন, ‘নতুনদের মধ্যে ভালো অভিনেতা তৈরি হচ্ছে। আমার মনে হয় কাজের পরিবেশ ভালো হয়েছে। ’

১৯৮৪ সালে অভিনয়শিল্পী হিসেবে যাত্রা শুরু শফিক সাদেকীর। নাট্যদল নাট্যকেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত থেকে মঞ্চ নাটকে সুনাম অর্জন করেন তিনি। বিটিভির অন্তত ১৭টি নাটকের চিত্রনাট্য লিখেছেন শফিক সাদেকী। অভিনয় করেছেন অসংখ্য খণ্ড ও ধারাবাহিক নাটকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘নিঃশ্বাসে বিশ্বাসে’, ‘সেই তুমি এলে’, ‘চেনা জন চেনা মন’, ‘অন্তরে’, ‘সুবর্ণ সময়’, ‘এক জনমে’ প্রভৃতি।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
জেএমএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।