ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আবে আগে টেইলার দেখ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
‘আবে আগে টেইলার দেখ’ (ভিডিও) ‘বসগিরি’ ছবিতে শাকিব খান

ঠোঁটে পাতার বিড়ি, কানে দুল, গলায় সোনালী রঙের মোটা চেইন, দুই হাতে একই রঙের ব্রেসলেট, আছে ঘড়ি ও আংটি, বিশেষভাবে কাটা চুল, পরনে প্রিন্টের কলার ওল্টানো শার্ট, মুখে পুরান ঢাকার ভাষায় খিস্তিখেউর- ‘আবে আগে টেইলার দেখ, পুরা ফিলিম তো দেখবি সিনেমা হলে’- এই হলো শাকিব খান। ঈদে ভক্তদের বাড়তি আনন্দ যোগাতে নিজেকে এভাবেই সাজিয়েছেন তিনি।

মুক্তি পাচ্ছে কিংখানের নতুন ছবি ‘বসগিরি’। ইউটিউবে মিলল তারই এক ঝলক।   

২ সেপ্টেম্বর রাতে পূর্বঘোষণা অনুযায়ী ললিপপের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হলো ‘বসগিরি’র ট্রেলার। ১ মিনিট ৪৩ সেকেণ্ডের ট্রেলারে শাকিবকে পুরান ঢাকার তরুণ, প্রেমিক ও করপোরেট লুকে পাওয়া গেছে। তবে সবখানেই তিনি মারমুখী। শামীম আহাম্মেদ রনি পরিচালিত ছবিটিতে শাকিবের নায়িকা বুবলী। ট্রেলারে তার উপস্থিতি গতানুগতিক। দেখা যাক, ছবিতে নবাগতা বুবলী কোনো বাড়তি আকর্ষণ যোগ করতে পারেন কি-না!   

শাকিবের মুখে পুরান ঢাকার সংলাপ নতুন নয়। গত বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘লাভ ম্যারেজ’ ছবিতে তার সংলাপগুলো জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতা থাকছে ‘বসগিরি’তে। খান ফিল্মস প্রযোজিত ছবিতে আরও অভিনয় করেছেন মিজু আহমেদ, অমিত হাসান, মাজনুন মিজান, রজতাভ দত্ত প্রমুখ।   

* ‘বসগিরি’ সিনেমার ট্রেলার:


বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এসও/টিএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।