ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বৃষ্টিতে সুইমিংপুলে বাগদান! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
বৃষ্টিতে সুইমিংপুলে বাগদান!  ‘তুমি এলে তাই’ নাটকের দৃশ্যে নিলয় ও হিমি

জেসি (হিমি) একটু জেদি, প্রতিবাদী। এই শান্ত, এই উদ্দাম- এমনই তার বৈশিষ্ট্য।

জিসানের (নিলয়) সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। অদ্ভূত এক মূহুর্তে জেসির আঙুলে বাগদানের অাংটি পরিয়ে দিলো জিসান।  
 
জেসি ও জিসান পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই হাসি। জিসান পরেছে স্যুট আর জেসি গাউন। তাদের আংটিবদল হলো সুইমিংপুলে, ‍বৃষ্টিতে। ‘তুমি এলে তাই’ নাটকে এমনটি দেখা যাবে। রচনা ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু।  

হিমি বাংলানিউজকে বলেন, ‘আমি কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। সব মিলিয়ে দর্শক আমাকে ভিন্নরূপে দেখবে। আর সুইমিংপুলে বৃষ্টিতে ভেজার দৃশ্যটি বেশ মজার। এক কথায় দারুণ রোমান্টিক একটি দৃশ্য। ’ 

নাটকটিতে আরও দেখা যাবে সেমন্তী সৌমি, আজিজুল হাকিম, করবীসহ আরো অনেককে। ‘তুমি এলে তাই’ ঈদুল আজহায় বিটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
টিএস/এসও 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।