ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মিস্টার পাষাণ’ গল্পের অবসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
‘মিস্টার পাষাণ’ গল্পের অবসান ‘মি: পাষাণ আর আসবেন না’ নাটকের দৃশ্যে সালাহউদ্দিন লাভলু ও তানজিন তিশা

চারটি কিস্তি হয়ে গেলো ‘মিস্টার পাষাণ’-এর। নির্মাতা হিমেল আশরাফ জানালেন, ইচ্ছে না থাকা সত্ত্বেও নাটকটির ইতি টানতে হচ্ছে।

এবার তাই শেষ কিস্তি দেখবেন দর্শক।  

আগের কিস্তিগুলোতে ‘মিস্টার পাষাণ’ চরিত্রটিকে দেখানো হয়েছে নেতা বা প্রেমিক হিসেবে। শেষ পর্বে তার রূপ বদলাচ্ছে। তিনি আসছেন কুখ্যাত নেতা হয়ে।

এই কিস্তির নাম রাখা হয়েছে ‘মি: পাষাণ আর আসবেন না’। যথারীতি পাষাণ চরিত্রে থাকছেন সালাহউদ্দিন লাভলু। শুরুর চারটি পর্বে নাটকটিতে ‘পাষাণ’রূপী লাভলুর নায়িকা ছিলেন নুসরাত ইমরোজ তিশা, অপর্ণা ঘোষ, আনিকা কবির শখ ও সাবিলা নূর। নায়িকা হিসেবে সবশেষ যুক্ত হচ্ছেন তানজিন তিশা। আরও থাকছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও হাসনাত রিপনসহ আরও অনেকে।  

নির্মাতা হিমেল আশরাফ বাংলানিউজকে বলেন, “নিখোঁজ চিত্রনাট্যকার ফারুক হোসেন ভাইয়ের সৃষ্টি ‘মিস্টার পাষাণ’ চরিত্রটি। দুই পর্ব করার পর লেখক নিরুদ্দেশ হওয়ার কারণে পরের কিস্তিগুলোতে ‘মিস্টার পাষাণ’কে তৈরি করতে পারিনি। চ্যানেলের কাছে দায়বদ্ধতা থেকে দুই কিস্তি বানিয়েছিলাম। এখন আর টানতে পারছি না। একজনের চিন্তা অন্যজনকে দিয়ে করা সম্ভব হচ্ছে না। তাই এবার ‘মিস্টার পাষাণ’ গল্পের ইতি টানছি। ” 

গত কিস্তির ‘মিস্টার পাষাণ ইজ ব্যাক’- এর মতো নাটকের শেষ পর্বটি লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। ঈদুল আজহায় বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে প্রচার হবে ‘মি: পাষাণ আর আসবেন না’।    

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
টিএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।