ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাটকের শুটিংয়ে হেলিকপ্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
নাটকের শুটিংয়ে হেলিকপ্টার ‘বাবর আলীর হেলিকপ্টার’ নাটকের দৃশ্য

নাটক নির্মাণে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক নির্মাতার অভিযোগ, উপযুক্ত বাজেট না থাকায় মনের মতো করে গল্প বলতে পারেন না তারা।

অনেক কিছু ছাড় দিয়ে শুটিংয়ে নামতে হয়। এ কারণেই নাকি নাটকের মান পড়ে যায়।  

চলচ্চিত্রের কাজে হরহামেশা হেলিকপ্টার ব্যবহার করা হলেও নাটকে তেমন চোখে পড়ে না। ব্যয়বহুল হওয়ায় নাটকে এড়ানো হয় এটিকে। কিন্তু যে নাটকটির গল্প তৈরি হয়েছে হেলিকপ্টারকে কেন্দ্র করে, তার বেলায় কী হবে? 

‘বাবর আলীর হেলিকপ্টার’ নামে নতুন একটি নাটক তৈরি হচ্ছে। এর দৃশ্যধারণ হয়েছে মুন্সীগঞ্জে। একেতো নাটকের শুটিং, তার ওপার ব্যবহার হবে হেলিকপ্টার- সবমিলিয়ে শুটিংয়ে উৎসুক জনতার ভিড় একটু বেশিই ছিলো।  

নির্মাতা জানান, উৎসুক জনতার ভিড়ের কারণে ‘বাবর আলীর হেলিকপ্টার’-এর হেলিকপ্টার মাটিতে নামতে এক ঘন্টা দেরি হয়। শুটিং ইউনিট সবাইকে সরিয়ে দিয়ে তারপর টেলিকপ্টার নামানো হয়। নাটকের রচয়িতা ও অভিনয়শিল্পী কামাল হোসেন বাবর বলেন, ‘মানিকগঞ্জের একটি খোলা মাঠে শুটিংয় দেখোর জন্য অনেক জনতা উপস্থিত ছিলো। শুটিং দেরি করে শুরু হলেও ভিড় কমেনি। নাটকটিতে হেলিকপ্টারের ব্যবহার দর্শকদের জন্য বাড়তি পাওনা। ’ 

‘বাবর আলীর হেলিকপ্টার’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, নোভা, শামীমা তুষ্টি, ফারুক আহমেদ, সোহান খান, বোদ্দনাথ প্রমুখ। এটি পরিচালনা করেছেন এমআর  মিজান। তিনি জানান, ‘বাবর আলীর হেলিকপ্টার’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ১১টা ৫৫ মিনিটে।  

নাটকের গল্পে দেখা যাবে, তুলাতুলি গ্রামের মানুষের ভেতর এক অজানা উত্তেজনা বিরাজ করছে সকাল থেকে। স্কুল, কলেজ, ইউনিয়ন পরিষদ সব কিছু বন্ধ হয়ে গেছে শুরু হতে না হতেই। সবাই ছুটছে সরকারী কলেজের মাঠের দিকে। কারনণে মাঠে কিছুক্ষন পর নামবে হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে যিনি নামবেন তিনি গ্রামেরই সন্তান বাবর আলী।  

বাবর কয়েক বছর আগে চাষের কিছু জমি, হালের দুই জোড়া গরু বিক্রি আর  শ্বশুড় বাড়ির যৌতুকের টাকা নিয়ে সৌদি পাড়ি জমায়। লোক মুখে শোনা যায় সে এখন সৌদির শেখ। হেলিকপ্টারটাও তার নিজের টাকায় কেনা। বাবর গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অসংখ্য সৌদি ভিসা প্রদানের ঘোষনা দেয়ার পর থেকে সকলের মধ্যমনি বনে যায়। গ্রামের সব লোক এখন তাকে ধরণা দেওয়ার জন্য ব্যস্ত। এর মধ্য দিয়ে চেয়ারম্যানের সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব স্পষ্ট হতে থাকে।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এসও  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।