ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইন্টারনেট চলচ্চিত্রের লাইব্রেরি বাংলাফ্লিক্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ইন্টারনেট চলচ্চিত্রের লাইব্রেরি বাংলাফ্লিক্স

দেশের শীর্ষ ডিজিটাল টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক নিয়ে এলো ইন্টারনেট মুভি লাইব্রেরি বাংলাফ্লিক্স। এটি গ্রাহকদেরকে এক্সক্লুসিভ ইন্টারনেট ডাটা বান্ডেলের সঙ্গে দেবে উচ্চমানসম্পন্ন ভিডিও স্ট্রিমিং সেবা।

আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আনলিমিটেড ভিডিও স্ট্রিমিংয়ে ফ্রি ট্রায়ালের সুবিধা পাওয়া যাবে। ট্রায়াল সময় শেষে গ্রাহকরা তাদের চাহিদামতো বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিতে পারবেন।  

আনলিমিটেড ফ্রি সাবস্ক্রিপশন পেতে দুই গিগাবাইট/চার গিগাবাইট ইন্টারনেট ডাটা প্যাক কিনতে অপশন রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা পাবেন উচ্চমানসম্পন্ন ভিডিও স্ট্রিমিং, বিভিন্ন ধরনের ভিডিও, অ্যাড টু মাই লিস্ট অপশন, মাল্টিপল প্ল্যাটফর্ম (অ্যাপ, ডব্লিউএপি এবং ওয়েব), ডিভাইস কম্প্যাটিবিলিটি, সহজ ইন্টারফেস, বিরতিহীন দেখার সুবিধা ইত্যাদি। অ্যাপটি ডাউনলোড করার ঠিকানা- http://banglaflix.com.bd অথবা গুগল প্লে অ্যাপ স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর।  

বাংলালিংকের হেড অব কন্টেন্ট জিয়াউল হক শিকদার বলেন, ‘চলচ্চিত্র সব বয়সী মানুষের কাছে বিনোদনের অন্যতম একটি উৎস। কিন্তু আমাদের ব্যস্ত জীবনে সিনেমা হলে গিয়ে নাটক বা মুভি দেখার সময় হয়ে ওঠে না। গ্রাহকদের ব্যক্তিগত মোবাইল ডিভাইসে সেই বিনোদনের সুযোগ করে দিতেই বাংলাফ্লিক্স অ্যাপটি নিয়ে আসা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।