ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চারজনের ‘একই স্বপ্ন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
চারজনের ‘একই স্বপ্ন’ (বাঁ থেকে) ফাহমিদা নবী, বেলাল খান, সামিনা চৌধুরী ও রমা

কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও শারমিন রমা গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার বেলাল খানের সুরে। তিন গায়িকার গাওয়া একটি করে গান নিয়ে সাজানো হয়েছে ইপি অ্যালবাম ‘একই স্বপ্ন’।

এ প্রজন্মের সংগীতশিল্পী বেলাল খান বলেন, ‘ফাহমিদা আপা ও সামিনা আপার গলা আমাদের সংগীতাঙ্গনের দারুণ সম্পদ। পাশাপাশি রমা আপাও ভালো গান করেন। তাদের জন্য নিজের সেরাটুকু উপহার দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রে তাদের সহযোগিতাও পেয়েছি। ’

নতুন অ্যালবামে গাওয়া প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘বেলাল খুবই ভালো কাজ করছে এখন। আমাকে অসাধারণ একটি গান গাইতে দিয়েছে। গানটি গেয়ে আমি এক কথায় মুগ্ধ। ’

‘একই স্বপ্ন’ অ্যালবামে রয়েছে দুটি একক ও একটি দ্বৈত গান। এগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন ও নিহার আহমেদ। আসছে ঈদে সিএমভি থেকে জিপি মিউজিকে প্রকাশ হচ্ছে এ তিনটি গান।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬

এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।