ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দিল্লির ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
দিল্লির ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন সোনম সোনম কাপুর ও আনন্দ আহুজা

ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে প্রেম করছেন তিনি।

এক-দু’দিন নয়, দুই বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছে তাদের। সোনমের ঘনিষ্ঠজনরা এ তথ্য জানান।

দিল্লির সুদর্শন তরুণ আহুজা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পেনসিলভানিয়ায় হোয়ার্টন বিজনেস স্কুলে স্নাতক সম্পন্ন করেন। তার মূল ব্যবসা ফ্যাশন জগতকে ঘিরে। তিনি বেড়েও উঠেছেন পোশাক ব্যবসায় যুক্ত একটি পরিবারে। ভানে নামে তার নিজের ব্র্যান্ড আছে বাজারে।

কেতাদুরস্ত তারকা সোনম ফ্যাশন বিষয়ক একটি ওয়েবসাইটকে এক সাক্ষাৎকারে জানান, তার প্রিয় ব্র্যান্ড হলো ভানে। সম্প্রতি বিমানবন্দরে ও একটি ছবির প্রদর্শনীতে এই ব্র্যান্ডের জিন্স পরা অবস্থায় আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি হন তিনি।

এসব ঘটনায় দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সোনম ও আনন্দ আহুজার প্রেমের মুখরোচক খবর ছড়িয়ে পড়েছে। যদিও তারা কেউই এ নিয়ে মুখ খোলেননি।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।