ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘শিকারি’ বাহিনীর সঙ্গে আবার শাকিব 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
‘শিকারি’ বাহিনীর সঙ্গে আবার শাকিব  আবদুল আজিজ ও শাকিব খান

রোজার ঈদে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ সাম্প্রতিক সময়ের রেকর্ড ব্যবসা করেছে। এই সাফল্যের রেশ ধরে আবার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি।

 

সোমবার (২৯ আগস্ট) ঢাকার মগবাজারে জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল আজিজ ও শাকিবের মধ্যে চুক্তিস্বাক্ষর হলো।  

নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন ‘শিকারি’খ্যাত জয়দীপ। তাই বলা যায়, ‘শিকারি’ টিমের সঙ্গেই আবার হাত মেলালেন শাকিব। তবে এবারও তার নায়িকা শ্রাবন্তী থাকবেন কি-না তা জানানো হয়নি।  

আগামী ২০ অক্টোবর থেকে এ ছবির চিত্রায়ন হবে বাংলাদেশ, ভারত ও তুরস্কে। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ভালোবাসা দিবসে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।