ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনেক কিছু করা বাকি : জ্যাকলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
অনেক কিছু করা বাকি : জ্যাকলিন জ্যাকলিন ফার্নান্দেজ

রূপালি পর্দায় চমক দেখানোর সুবাদে বলিউডের ঝলমলে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের আনন্দে ভাসার মতো ভক্ত হয়ে গেছে। অল্প সময়ে হিন্দি চলচ্চিত্র জগতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে তিনি এখন ভারতের হার্টথ্রব।

 

২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে প্রাক্তন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন তার দারুণ ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘কিক’, ‘রয়’, ‘হাউসফুল’, ‘ঢিশুম’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে।  

গত ২৫ আগস্ট মুক্তি পেয়েছে জ্যাকলিনের নতুন ছবি ‘অ্যা ফ্লাইং জাট’। এতে তার বিপরীতে আছেন টাইগার শ্রফ। বক্স অফিসে এর শুরুটা ভালোই হয়েছে। এদিকে ‘ঝলক দিখলা জা’র নবম আসরে মূল তিন বিচারকের একজন হিসেবে কাজ করছেন জ্যাকলিন।  

বার্তা সংস্থা আইএএনএস’কে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকলিন বলেন, ‘শ্রীলঙ্কায় কিছু কাজ করেছি। শ্রীলঙ্কান ছবিতে পর্দায় এসেছি। মিস শ্রীলঙ্কা সুন্দরী প্রতিযোগিতার বিচারক আর মেন্টর হিসেবে কাজের অভিজ্ঞতাও হয়েছে। নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে হবে আমার। এখনও মনে হয় অনেক কিছু করা ও অর্জনের বাকি। এটা করতে পারলে মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার দিকে মনোযোগী হবো। ভালোবাসার প্রতিদানে কিছু দেওয়া দায়বদ্ধতা অনুভব করা গুরুত্বপূর্ণ। তবে এখন আমাকে আরও বহুদূর যেতে হবে। ’

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।