ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দিনার ও নাঈম যেন টম অ্যান্ড জেরি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
দিনার ও নাঈম যেন টম অ্যান্ড জেরি! ‘রাজকুমারী’ নাটকে (বাঁ থেকে) এফএস নাঈম ও ইন্তেখাব দিনার

কার্টুন চরিত্র টম ও জেরি সববয়সী দর্শকেরই প্রিয়। সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকা এই দু’জন কিন্তু একে অপরকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না! এ ধরনের দুটি চরিত্রে অভিনয় করলেন ইন্তেখাব দিনার ও এফএস নাঈম।

 

নাটকটির নাম ‘রাজকুমারী’। এতে নাম ভূমিকায় আছেন মেহরিন ইসলাম নিশা। গল্পে দিনার ও নাঈম উভয়ে স্বপ্ন দেখেন রাজকুমারীকে বিয়ে করার। তাদের উভয়ের চরিত্রটি অলস প্রকৃতির। তারা সবকিছুই পরিশ্রম না করে পেতে চায়।

‘রাজকুমারী’ প্রসঙ্গে নাঈম বাংলানিউজকে বলেন, ‘এ ধরনের কমেডি নাটকে এবারই প্রথম অভিনয় করলাম। খুব মজা হচ্ছিলো চিত্রায়নের সময়। কিছু দৃশ্যের কাজ করার সময়  সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলো। নাটকটি দেখে কাউকে জোর করে হাসতে হবে না, এমনিতেই হাসি পাবে। ’  

নাঈমের কথা সূত্র ধরে পরিচালক পিকলু চৌধুরী বাংলানিউজকে বললেন, ‘হাসির কারণে অনেক এনজি শট হয়েছে। এমনও হয়েছে একজন সংলাপ বলছেন তো আরেকজন হেসে গড়াগড়ি!’ যোগ করে তিনি জানান, আশেপাশে অনেকেই ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু নকল ভালো মানুষের মুখোশ পরে বেশিদিন থাকা যায় না। এটাই এ নাটকের মূল বক্তব্য।

নাটকটি লিখেছেন রূপান্তর। এতে আরও অভিনয় করছেন মাহমুদুল হাসান মিঠু, সোয়েব মুনির ও সেলিম আহমেদ। বৈশাখী টেলিভিশনে ঈদুল আজহার চতুর্থ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ‘রাজকুমারী’। প্রযোজনায় টম ক্রিয়েশন্স।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।