ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এফএ সুমনের ৯ নম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এফএ সুমনের ৯ নম্বর এফ এ সুমন

এ সময়ের সংগীতশিল্পী এফএ সুমন লোকজ আঙ্গিকের গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। অল্প সময়ের মধ্যে প্রকাশিত হয়েছে তার আটটি এককসহ অনেক মিশ্র অ্যালবাম।

এরই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে তিনি বের করছেন নবম একক।

‘তোর লাগি রে’ নামের অ্যালবামটিতে গান রয়েছে ৯টি। এতে থাকছে হাহাকারের কথা ও সুর। এটি বাজারে আনবে জি সিরিজ।

গানগুলোর শিরোনাম এমন- ‘তোর লাগি রে’, ‘নির্বাসিতা’, ‘তোমার চোখের তারায়’, ‘গিটার ও আমি’, ‘নদী রে তোর’, ‘বাউলা মন’, ‘প্রাণটা যায় জ্বলিয়া’, ‘লীলাবতী’ ও ‘যাখমি আশিক’ (হিন্দি)। এগুলো লিখেছেন এ সময়ের তরুণ গীতিকাররা।  

এফএ সুমন বললেন, ‘ব্যস্ততার কারণে অনেকদিন একক অ্ তৈরি করা হয়নি। শ্রোতাদের আগ্রহের কথা ভেবে এবার নতুন অ্যালবাম বের করছি। ’

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।