ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘জেসমিন’ ও ‘ঝাড়ি’ নিয়ে মুনের ঈদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
‘জেসমিন’ ও ‘ঝাড়ি’ নিয়ে মুনের ঈদ অটামনাল মুন

‘ফাতেমা’, ‘পেপার’-এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দেওয়ার পরও কিছুটা আড়ালবাসে ছিলেন সংগীতশিল্পী অটামনাল মুন। কিছুদিন আগে ‘তুই আমার মন ভালো রে’ গানের মাধ্যমে আবার আলোচনায় আসেন তিনি।

এরই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ হচ্ছে তার চারটি গান, থাকবে ভিডিওচিত্রও।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে মুন বলেন, ‘আবার গানের ছন্দে ফিরেছি। এখন থেকে নিজের পাশাপাশি অন্যের জন্যও গান করবো। আসছে ঈদ থেকে আমার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। ’

জানা গেছে, ঈদ উপলক্ষে দুটি গান তৈরি করছেন মুন। এগুলো হলো ‘জেসমিন’ ও ‘ঝাড়ি’। লেখা-সুর তারই। তবে ‘জেসমিন’ তৈরি হচ্ছে এপিরাসের সংগীতায়োজনে। মুনের ক্যারিয়ারে এমনটা আগে ঘটেনি।

এরই মধ্যে তৈরি হবে ‘জেসমিন’-এর মিউজিক ভিডিও। নির্মাণ করবেন তানিম রহমান অংশু। গানচিল মিউজিক থেকে আসবে গান ও ভিডিও। পাশাপাশি এটি উপভোগ করা যাবে জিপি মিউজিকে।

অন্যদিকে আসিফ ইকবালের কথায় দু’জন জনপ্রিয় সংগীতশিল্পীর গান তৈরি করেছেন মুন। তারা হলেন তাহসান ও ইমরান। এগুলোও প্রকাশ হবে ঈদে। সব মিলিয়ে এই ঈদ মুনের জন্য একটু অন্যরকমই।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬

এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।