ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো আসর। রোববার (২৮ আগস্ট) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর পাশাপাশি ছিলো বিখ্যাত সংগীতশিল্পীদের মনমাতানো পরিবেশনা।

প্রথম সারির তারকাদের মধ্যে সংগীত পরিবেশন করেছেন ও নেচেছেন গায়িকা আরিয়ানা গ্র্যান্ড, নিকি মিনাজ, হ্যালসি, দ্য চেইনস্মোকার্স।

এর মধ্যেও অনুপস্থিত ছিলেন জাস্টিন বিবার, অ্যাডেল ও টেলর সুইফটের মতো তারকারা। আটটি মনোনয়ন পেলেও অ্যাডেলের টোয়েন্টি ফাইভ জেতেনি একটিতেও। এবারের আসরের সেরার তালিকা দেখে নিন একঝলকে।

ভিডিও অব দ্য ইয়ার : ফরমেশন (বিয়ন্সে)
সেরা নারী ভিডিও : হোল্ড আপ (বিয়ন্সে)
সেরা পুরুষ ভিডিও : দিস ইজ হোয়াট ইউ কেম ফর (ক্যালভিন হ্যারিস ফিচারিং রিয়ান্না)
কোলাবোরেশন : ওয়ার্ক ফ্রম হোম (ফিফথ হারমোনি ফিটারিং টাই ডোলা সাইন)
হিপ হপ ভিডিও : হটলাইন ব্লিং (ড্রেক)
পপ ভিডিও : ফরমেশন (বিয়ন্সে)
রক ভিডিও : হিথেনস (টোয়েন্টি ওয়ান পাইলটস)
ইলেক্ট্রনিক ভিডিও : হাউ ডিপ ইজ ইউর লাভ (ক্যালভিন হ্যারিস ও ডিসিপলস)
ব্রেকথ্রো লং ফর্ম ভিডিও : লেমোনেড (বিয়ন্সে)
নতুন শিল্পী : ডিএনসিই
সং অব সামার প্রেজেন্টেড বাই ভেরিজন : অল ইন মাই হেড-ফ্লেক্স (ফিফথ হারমোনি ফিচারিং ফেট্টি ওয়াপ)
শিল্প নির্দেশনা : ব্ল্যাকস্টার (ডেভিড বোওয়ি)
নৃত্য পরিচালনা : ফরমেশন (বিয়ন্সে)
নির্দেশনা : ফরমেশন (বিয়ন্সে)
চিত্রগ্রহণ : ফরমেশন (বিয়ন্সে)
সম্পাদনা : ফরমেশন (বিয়ন্সে)
ভিজ্যুয়াল ইফেক্টস : আপঅ্যান্ডআপ (কোল্ডপ্লে)
মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড : রিয়ান্না

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।