ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমিকের হাত থেকে পুরস্কার নিলেন রিয়ান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
প্রেমিকের হাত থেকে পুরস্কার নিলেন রিয়ান্না

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পেলেন বারবাডোজের গায়িকা রিয়ান্না। রোববার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তার হাতে মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড পুরস্কার তুলে দেন মার্কিন র্যাপার ড্রেক।

তাদের মধ্যে প্রায়ই প্রেমের গুঞ্জন শোনা যায়।

২৯ বছর বয়সী ড্রেক বলেছেন, ‘আমার বয়স যখন ২২ বছর, তখন থেকেই রিয়ান্নাকে ভালোবাসি। পৃথিবীতে ও-ই আমার সেরা বন্ধু। পরিণত জীবনে এসেও ওর দিকে চেয়ে থাকি, যদিও সে আমার চেয়ে বয়সে ছোট। ’

পুরস্কার নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রিয়ান্না। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে এ নিয়ে চতুর্থবারের মতো গাইলেন তিনি।

১৩ বছরের ক্যারিয়ারে নিজের বিখ্যাত ১৩টি গান গেয়ে শোনান ২৮ বছর বয়সী এই তারকা। এর মধ্যে ছিলো ‘রুড গার্ল’, ‘ডায়মন্ডস’, ‘অনলি গার্ল ইন দ্য ওয়ার্ল্ড’ প্রভৃতি।

বাংলাদেশ সময় : ১৫০৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।