ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুখ খুলবেন না ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
মুখ খুলবেন না ক্যাটরিনা! ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফের নতুন ছবি ‘বারবার দেখো’ (সিদ্ধার্থ মালহোত্রা) মুক্তি পাবে ক’দিন পর। এ ছাড়া ‘জাগ্গা জাসুস’ (রণবীর কাপুর) মুক্তি পাবে আগামী বছর।

এর বাইরে আর কোনো কাজ নেই তার হাতে। এখনও নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি কিংবা ঘোষণাও দেননি তিনি।

যদিও ক্যাটরিনা বেশ কয়েকটি ছবিতে কাজ করবেন বলে শোনা যাচ্ছে। এ তালিকায় আছে সালমান খানের বিপরীতে কবির খানের ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল, শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের আগামী চলচ্চিত্র, বরুণ ধাওয়ানকে নিয়ে ‘এবিসিডি থ্রি’ এবং করণ জোহরের প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন্সের আরেকটি ছবি।

ক্যাটরিনার কাছে জানতে চাওয়া হলে তিনি এসব ছবি প্রসঙ্গে মুখ খুলতে অস্বীকৃতি জানান। তার মোদ্দা কথা, কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে তিনি টু শব্দটিও করবেন না। অপেক্ষা ছাড়া কি আর করা!

বাংলাদেশ সময় : ১৩২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।