ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমৃত্যু অনশনে প্রেমিক, হিজাবে শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
আমৃত্যু অনশনে প্রেমিক, হিজাবে শবনম ফারিয়া ‘লেগে থাকো রোমিও’ নাটকের দৃশ্যে মিশু সাব্বির ও শবনম ফারিয়া

লাল-সাদা ওড়নায় হিজাব পরা মেয়েটি কে? মিশু সাব্বির অনুরোধের ভঙিতে তার হাত ধরে রেখেছেন কেনো? ছবিটি দেখে খোঁজ নিয়ে জানা গেলো হিজাবে মুখ বাঁধা মেয়েটি হলেন এ সময়ের অভিনেত্রী শবনম ফারিয়া।

ধর্মীয় অনুশাসন মেনে অনেকে হিজাব পরেন।

তবে এখানে শবনম ফারিয়া তার বাবার ভয়ে প্রেমিকের সঙ্গে দেখা করার সময় হিজাব পরে এমন পর্দানশীন হয়েছেন। ‘লেগে থাকো রোমিও’ নামের একটি নাটকে তার এই হিজাবী রূপ দেখা যাবে।

প্রেমের টানে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের অনশন করাকে ঘিরেই ‘লেগে থাকো রোমিও’ নাটকের গল্প। কারণ এ প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় প্রেমিকার বাবা। তাই অন্য ব্যর্থ প্রেমিকরা মিলে আমৃত্যু অনশনে ঝাঁপিয়ে পড়ে। দেশের সংবাদমাধ্যমগুলোও এসে ভিড় জমায় তাদের এই অনশন মঞ্চের সামনে।

হিজাব পরা প্রসঙ্গে শবনম ফারিয়া বাংলানিউজকে বললেন, ‘এবারই প্রথম হিজাব পরে অভিনয় করলাম। নাটকে আমার চরিত্রের নাম রিয়া। সে তার প্রেমিক প্রীতমের সঙ্গে দেখা করতে বাবাকে ফাঁকি দেওয়ার জন্যই হিজাব পরে। ’

নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। তিনি বাংলানিউজকে বললেন, ‘প্রেমিকার জন্য যে প্রেমিকরা কতোটা পাগলামি করতে পারে তা দেখা যাবে এই গল্পে। এখানে শবনম ফারিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। বাবার ভয়ে সদা মুখ ঢেকে প্রেমিকের সঙ্গে দেখা করার জন্যই তার এই ভিন্ন উপস্থিতি। ’

‘লেগে থাকো রোমিও’ লিখেছেন হামেদ হাসান নোমান। এতে আরও অভিনয় করছেন ফারুক আহমেদ, আরফান আহমেদ, মিলন ভট্ট, শফিক খান দিলু প্রমুখ। ঈদুল আজহায় চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময; ১৩১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।