ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উইল স্মিথকে অক্ষয়ের মেহমানদারি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
উইল স্মিথকে অক্ষয়ের মেহমানদারি উইল স্মিথ ও অক্ষয় কুমার

বলিউড অভিনেতা অক্ষয় কুমার এখন বিশ্বের বেশ কয়েকজন ধনী অভিনেতার কাতারে। তাই তিনি বেজায় খুশি।

২০১৬ বলিউড অভিনেতা অক্ষয় কুমারের জন্য সত্যিকার অর্থেই স্মরণীয় বছর। ‘এয়ারলিফট’, ‘হাউসফুল থ্রি’ ও ‘রুস্তম’ ১০০ কোটি রুপির ঘর পেরিয়েছে। ফলে খোশমেজাজে আছেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা।

‘রুস্তম’ ছবির সাফল্য উদযাপনে অক্ষয় ও তার সহধর্মিণী টুইংকেল খান্না রোববার (২৮ আগস্ট) রাতে ঘনিষ্ঠ বন্ধুদের জন্য পার্টির আয়োজন করেন। কাকতালীয় ব্যাপার হলো, সেদিন রাতেই তার বাড়িতে পাঞ্জাবি খাবার চেখে দেখার সিদ্ধান্ত নেন হলিউড সুপারস্টার উইল স্মিথ!

জানা গেছে, মুম্বাইয়ে এসে পাঞ্জাবি কিছু খাবারের স্বাদ চেখে দেখার ইচ্ছা প্রকাশ করেন উইল স্মিথ। বন্ধুদের মারফত তিনি জানতে পারেন, অক্ষয়ের বাড়িতে এসব খাবার ভালো হয়। তাই পাঞ্জাবি খাবার খাওয়ার জন্য কয়েকজন বন্ধুকে নিয়ে রোববার রাতে ‘খিলাড়ি’ তারকার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ তারকা।

বলিউড তারকাদের পাশাপাশি উইল স্মিথকেও মেহমানদারি করেছেন অক্ষয়। পার্টিতে ছিলেন রণবীর সিং, সোনম কাপুর, সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, করণ জোহর। এ ছাড়া নিমন্ত্রণ পেয়েছেন আক্কির সেরা বন্ধু আবাসন ব্যবসায়ী ভিকি ওবেরয় ও তার স্ত্রী ‘স্বদেশ’ ছবির অভিনেত্রী গায়ত্রী জোশি।

বাংলাদেশ সময় : ১০২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।