ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বুবলির জন্য র‌্যাপ গাইলেন শাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
বুবলির জন্য র‌্যাপ গাইলেন শাকিব ‘নতুন জুটি’ অনুষ্ঠানে বুবলি ও শাকিব খান

নবাগতা বুবলির চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এবারের ঈদে। তার অভিনীত ‘বসগিরি’ ও ‘শুটার’ মুক্তি পাচ্ছে ঈদে।

দুটিতেই তিনি অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে।  

চমকপ্রদ ব্যাপার হলো, এ দুটি ছবির নায়িকা ছিলেন অপু বিশ্বাস। তার অন্তর্ধানের পর অন্য কোনো জনপ্রিয় নায়িকাকে না নিয়ে সংবাদ পাঠিকা বুবলিকে নিজে ফোন করে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব।

শোনা যাচ্ছে, শাকিব খান প্রযোজিত ‘প্রিয়া রে’ এবং বদিউল আলম খোকনের নতুন ছবিতেও শাকিবের নায়িকা হতে যাচ্ছেন বুবলি। সব মিলিয়ে শাকিব চাইছেন, বুবলির সঙ্গেই তার নতুন জুটি তৈরি হোক।  

অপু বিশ্বাস যেমন গত কয়েক বছরে শাকিব ছাড়া অন্য কোনো নায়কের বিপরীতে অভিনয় করেননি, বুবলির ক্ষেত্রেও তা হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।  

এমনও শোনা যাচ্ছে, শাকিবের মনের রাজ্যে নতুন সম্রাজ্ঞী নাকি বুবলি! সত্যি কি তা-ই? এসব প্রশ্নের উত্তর জানা যাবে ‘নতুন জুটি’তে। এই অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছেন তারা।  

এখানে বুবলির জন্য র‌্যাপ সং-ও গেয়েছেন শাকিব। আর তাকে অন্যরকম সারপ্রাইজ দিয়েছেন বুবলি। এ সারপ্রাইজ জানা যাবে অনুষ্ঠানটি প্রচার হলে। এতে নিজেদের নতুন জুটির আদ্যোপান্ত, রসায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন দু’জনে।  

‘নতুন জুটি’ উপস্থাপনা করেছেন আমব্রিন। ঈদের দিন রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় এটি প্রযোজনা করেছেন নাহিন শফিক।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।