ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছয় তারকাকে নিয়ে ‘ভালোবাসার পঙতিমালা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ছয় তারকাকে নিয়ে ‘ভালোবাসার পঙতিমালা’ (বাঁয়ে) মুমতাহিনা টয়া ও তাহসান, (ডানে ওপরে) মম ও অপূর্ব, (নিচে) মিথিলা ও ইরেশ যাকের; ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

উত্তরার ১০ নম্বর সেক্টরে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে একটি বেঞ্চে অপূর্ব বসে মোবাইলে কথা বলছেন। আরেকটু দূরে দাঁড়িয়ে জাকিয়া বারী মম।

তার সামনে আয়না ধরে আছেন রূপসজ্জাকর। মম চুল গুছিয়ে নিচ্ছেন। পাশেই বসে মনিটরে তাকিয়ে ক্যামেরার ফ্রেম ঠিক করছেন পরিচালক শিহাব শাহীন।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের ভেতরে ক্যান্টিনের পাশে যেতেই দেখা গেলো তাহসান মোবাইলে কথা বলছেন। আর টয়া গেমস খেলছেন মোবাইলে। ‘ভালোবাসার পঙতিমালা’ নামের একটি টেলিছবির কাজ করছেন তারা। এই চারজন শুধু নন, ইরেশ যাকের আর মিথিলাও আছেন এতে।  

শিহাব শাহীনই লিখেছেন টেলিছবিটি। তিনি বাংলানিউজকে বললেন, 'এতে সমসাময়িক তিনটি ভালোবাসার কাহিনি দেখানো হবে। আমাদের আশেপাশে খেয়াল করলে দেখা যাবে অনেকের অনেক ভালোবাসার গল্প রয়েছে। সেগুলোই প্রকাশ করছি একসঙ্গে। ’

কাজের ফাঁকে তাহসান বাংলানিউজকে বলেন, ‘আমার চরিত্রটি দেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর। তার স্ত্রী মারা যায়। এক ভক্ত তাকে খুব ভালোবাসে। ’ পাশে বসা টয়া বললেন, ‘আমি কিন্তু তাহসান ভাইয়ের সত্যি সত্যিই ভক্ত। টেলিছবিটিতে তার প্রেমিকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে হাতছাড়া করলাম না। ’

‘ভালোবাসার পঙতিমালা’য় অপূর্ব ও মম থাকেন অনুষ্ঠান পরিকল্পনাকারী। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ছাড়া ইরেশ যাকের ও মিথিলা আছেন দম্পতির ভূমিকায়। সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও তাদের মধ্যে ভালোবাসা নেই।  

তাহসান জানান, এ টেলিছবির প্রয়োজনে তাকে নতুন গান গাইতে হয়েছে। গল্পের শেষ প্রান্তে এসে তার গানের মাধ্যমে ছয় জন মানুষ নিজেদের ভালোবাসাকে ফিরে পাবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে প্রচার হবে ‘ভালোবাসার পঙতিমালা’।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।