ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাওন ও চঞ্চলের আড্ডা-গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
শাওন ও চঞ্চলের আড্ডা-গান চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওন অভিনেত্রী আর নির্মাতা হিসেবে পরিচিত। চঞ্চল চৌধুরীও অভিনয়ে স্বতন্ত্র অবস্থান গড়েছেন।

তবে তাদের আরেকটি গুণ আছে। নিয়মিত না হলেও দু’জনই গান করেন।  

শাওন ও চঞ্চল অনেকদিন পর দর্শক-শ্রোতাদের জন্য গাইলেন। তাদেরকে নিয়ে তৈরি হলো ‘আড্ডা গানে ঈদ’ নামের বিশেষ অনুষ্ঠান। এখানে ঈদের স্মৃতি নিয়ে কথা বলার ফাঁকে গান গেয়েছেন তারা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। আসন্ন ঈদুল আজহার তৃতীয় দিন আরটিভিতে বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে ‘আড্ডা গানে ঈদ’। প্রযোজনায় সোহেল রানা বিদ্যুৎ।

বাংলাদেশ সময় : ১৪০৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।