ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্পর্শীয়ার কাছে এসে আতঙ্ক গেলো রওনকের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
স্পর্শীয়ার কাছে এসে আতঙ্ক গেলো রওনকের ‘আতঙ্কিত মুন্না’ নাটকে স্পর্শীয়া ও রওনক হাসান

নামটি শুনলেই এলাকাবাসীর শরীর কেঁপে ওঠে ব্যাপারটা ঠিক তেমন নয়। ছোটখাটো বিষয়েও অহেতুক আতঙ্কের কারণে এলাকাবাসী উপহাস করে মুন্নার নামের আগে ‘আতঙ্কিত’ টাইটেলটি বসিয়ে দিয়েছে।

 

সবকিছু নিয়েই আতঙ্কিত থাকে বলে বন্ধুবান্ধবের সঙ্গেও কোনোদিন ঘুরতে যায়নি মুন্না। বেশি জোরাজুরি করলে সে বলে ফেলে, কাউকে বিশ্বাস করা ঠিক না। বন্ধু কি বন্ধুকে খুন করছে না? 

মুন্নার জীবনে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো মেয়ে মানুষ। এই অবস্থায় তার পরিচয় হয় বিপাশার সঙ্গে। তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। বিপাশার সহযোগিতায় মুন্নার সবকিছুতেই আতঙ্কিত হয়ে পড়ার ব্যাপারটা শুন্যের কোঠায় নেমে আসে। তার সঙ্গে মেয়েটির পরিচয় ঘটনাচক্রে নাকি উদ্দেশ্যমূলক?

উত্তর মিলবে ‘আতঙ্কিত মুন্না’ নাটকে। এতে মুন্না চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। বিপাশার ভূমিকায় আছেন স্পর্শীয়া। এ ছাড়াও আছেন ডেইজি আহমেদ, সোহানা ওলিভা, এমিলি জান্নাত।

নাটকটি লিখেছেন মমর রুবেল, পরিচালনা করেছেন নিলয় মাসুদ।  বৈশাখী টেলিভিশনে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে ‘আতঙ্কিত মুন্না’। এটি তৈরি হয়েছে টম ক্রিয়েশনসের প্রযোজনায়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।