ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৫০ বছরে উত্তম কুমারের ‘নায়ক’, বারোরকম অজানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
৫০ বছরে উত্তম কুমারের ‘নায়ক’, বারোরকম অজানা উত্তম কুমার

‘মহানায়ক’ উত্তম কুমারের ‘নায়ক’ ছবি ৫০ বছরে পদার্পণ করলো। সত্যজিৎ রায় পরিচালিত ছবিটি নানা কারণে আলোচিত।

উত্তমপ্রেমীদের প্রিয় ছবির তালিকায় ‘নায়ক’ আছে ওপরের দিকেই। এ ছবিকে ঘিরে অনেক ধরনের গল্প প্রচলিত আছে। তেমনই ১২টি তথ্য বাংলানিউজের পাঠকদের জন্য-  

* উত্তম কুমারের ক্যারিয়ারের ১১৪তম ছবি ‘নায়ক’।

* ‘নায়ক’-এর জন্য ট্র্যাঙ্গুলার পার্কের একটি দোকান থেকে স্যুট বানিয়েছিলেন উত্তম। তার প্রিয় দর্জি ছিলেন বরকত আলি ও গোলাম মহম্মদ।  

* একটি পুরনো চশমার ফ্রেম নিয়ে উত্তম কুমার ‘নায়ক’-এ ব্যবহৃত সানগ্লাসটি বানিয়েছিলেন।  

* ‘নায়ক’-এ একটি দৃশ্যে টাকার চোরাবালিতে ডুবে যান উত্তম। এই দৃশ্যের জন্য নির্মাতা সত্যজিৎ রায় কাগজের টুকরো দিয়ে বানিয়েছিলেন টাকার পাহাড়।  

* দৃশ্যধারণ শুরুর আগে উত্তমের জলবসন্ত হয়েছিলো। গালে দাগ পড়েছিলো। তবু মেকাপ ছাড়াই অভিনয় করেন মহানায়ক।
 
* ‘নায়ক’-এর দৃশ্যধারণের জন্য সত্যজিতের সহযোগিতায় স্টুডিওর ভেতরেই প্রথম শ্রেণীর কামরার আদলে সেট তৈরি করা হয়। এটি বানিয়েছিলেন শিল্প নির্দেশক বংশীচন্দ্র গুপ্ত।

* ‘নায়ক’-এর বেশিরভাগ ইনডোর দৃশ্যের শুটিং হয়েছিলো এনটি ওয়ান ও এনটি টুতে। আউটডোরের শুটিং হয় বন্ডেল রোডের কাছে একটি কারখানায়, খন্যানে, পার্ক সার্কাস ব্রিজের কাছে।
 
* ছবিটিতে ট্রেনের দুলুনির ইফেক্ট আনার জন্য ঠিক হয় বাইরে থেকে সেট দোলানো হবে। কিন্তু ক্যামেরা ভারি থাকায় সেটা হয়নি।
 
* ‘নায়ক’-এর সাউন্ড রেকর্ড করার জন্য ট্রেনের ভেস্টিবিউলে চেপে দিল্লি গিয়েছিলেন সত্যজিৎ রায় ও চিত্রগ্রাহক সুব্রত মিত্র।  

* ‘নায়ক’ মুক্তি পায় ১৯৬৬ সালের ৬ মে। সিনেমা হল পেয়েছিলো তিনটি। এগুলো হলো- শ্রী, প্রাচীর ও ইন্দিরা।

* উদ্বোধনী প্রদর্শনীর দিন উত্তম ছবিতে ব্যবহৃত পোশাক পরে হাজির হয়েছিলেন। চোখে ছিলো কালো সানগ্লাস।

* ‘নায়ক’-এর উদ্বোধনী প্রদর্শনী দর্শকদের অতি উৎসাহে ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিলো। ইন্দিরা সিনেমা হল ছাপিয়ে ভিড় উপচে পড়েছিলো পাশের এলাকায়। হাজরা মোড়ে ভক্তের ভিড়ে পড়ে জামার হাতা ছিঁড়ে গিয়েছিলো মহানায়কের।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬

এসও/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।