ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীর সিংয়ের এক বিজ্ঞাপনেই খরচ ৭৫ কোটি রুপি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
রণবীর সিংয়ের এক বিজ্ঞাপনেই খরচ ৭৫ কোটি রুপি! ‘রণবীর চিং রিটার্নস’-এর দৃশ্যে রণবীর সিং ও তামান্না ভাটিয়া

বলিউডে ১০ কোটি রুপিতে ছবি তৈরির কথা শোনা যায়, কিন্তু ৭৫ কোটি রুপিতে কোনো বিজ্ঞাপনচিত্র নির্মাণের কথা শুনেছেন? এ সময়ের অভিনেতা রণবীর সিং অভিনীত চীনা খাবার ব্র্যান্ডের পাঁচ মিনিট ব্যাপ্তির নতুন একটি বিজ্ঞাপনের পেছনে এতো বিপুল টাকাই খরচ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হার্টথ্রব রণবীর সিং শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেওয়ার পর থেকে পণ্যটি প্রচুর মুনাফা অর্জন করেছে।

তাই বিজ্ঞাপনের পেছনে ৭৫ কোটি রুপি ব্যয়ে বিন্দুমাত্র ভাবেননি তারা।

রোহিত শেঠি পরিচালিত ‘রণবীর চিং রিটার্নস’ নামের বিজ্ঞাপনটিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ‘বাহুবলী’ তারকা তামান্না ভাটিয়া। এরই মধ্যে ইউটিউবে এটি দেখা হয়েছে ৭৫ লাখ বারেরও বেশি।

চীনা স্বাদের খাবারটির প্রচারণার জন্য নির্মিত এ বিজ্ঞাপনের পটভূমিতে হলিউডের ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ছবির স্বাদ রাখা হয়েছে। ফলে ৭৫ কোটি রুপি বাজেটের বেশিরভাগই ব্যয় হয়েছে ভিএফএক্স-এর পেছনে। আগামী ২৮ আগস্ট টেলিভিশনে মুক্তি দেওয়া হবে এটি।

* ‘রণবীর চিং রিটার্নস’ বিজ্ঞাপনচিত্র :

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।