ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লিজা ও নদীর ‘চাঁদমুখ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
লিজা ও নদীর ‘চাঁদমুখ’

‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ বিজয়ী লিজা আর নদী পরিচিতি পেয়েছে ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে। এ সময়ের দুই গায়িকা এবার গান করলেন দ্বৈত অ্যালবামে।

এর নাম রাখা হয়েছে ‘চাঁদমুখ’।

অ্যালবামে গান রয়েছে মোট ছয়টি। এখানে তিনটি করে গান করেছেন তারা। সব গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জে কে মজলিশ, প্রত্যয় খান, নাহিদ নোমান অরুপ, রেজোয়ান শেখ ও মেহতাজ। সংগীতায়োজনে অনিম খানও কাজ করেছেন। আগামী ঈদ উপলক্ষে জিসান মাল্টিমিডিয়া থেকে বের হবে এটি।

অ্যালবামটি প্রসঙ্গে লিজা বলেন, ‘আমার একটি গান একটু ব্যান্ডের গানের আদলে সাজানো হয়েছে। এটা একটু রক ঘরানার। অন্য দু’টি মেলোডিয়াস। রক টাইপের গান এবারই প্রথম করলাম। ’

লিজার সঙ্গে দ্বৈত অ্যালবাম করা নতুন অভিজ্ঞতা জানিয়ে নদী বলেন, ‘আমাদের উভয়ের আলাদা ভক্ত-শ্রোতা আছেন। আশা করছি, শ্রোতারা আমাদের গান পছন্দ করবেন। ’

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।