ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একই নাটকের তিন চরিত্রে 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
একই নাটকের তিন চরিত্রে  পাভেল ইসলাম

‘আমি এবারই প্রথম একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করেছি। নাটকের প্রথম থেকে দেখা যায় লেখক (আমি) গল্পটি লিখছেন ও চরিত্রগুলো কল্পনা করছেন গল্পের শেষে এসে লেখকের ব্যক্তিস্বত্তা তার মুখোমুখি হয়, সে কেন এমন একটি চরিত্র তৈরী করলো তা জানার জন্য।

তখনই আমার দুই রূপ দেখা যায়।  নাটকের মাঝে দেশের একজন নামি নায়ক হিসেবেও আমার দেখা মিলবে। ’ ‘উই আর সেলিব্রিটি’ নাটকে অভিনয় প্রসঙ্গে কথাগুলো বলছিলেন তরুণ অভিনেতা পাভেল ইসলাম।

‘উই আর সেলিব্রিটি’ পরিচালনা করেছেন মনিরুজ্জামান লিপন। নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নাঈম ও অভিনেত্রী জাকিয়া বারী মম। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন পাভেল। নাটকটি শুক্রবার (২৬ আগস্ট) রাত ৯টায় প্রচার হবে এনটিভিতে।  

নাটকটি প্রসঙ্গে পাভেল আরও বলেন, ‘আমরা অনেকেই খ্যাতি লাভ করার পর আত্মঅহংকারে ডুব দেই। এই গল্পে সেই বিষয়টিও তুলে ধরেছেন লেখক। ’

পাভেল ১৯৯৭ সালে ‘এক চিলতে আকাশ’-এর মধ্য দিয়ে টিভি নাটকে আত্মপ্রকাশ করেন। তার প্রথম ছবি ‘জীবনঢুলী’। মঞ্চে প্রথম অভিনয় জেন্টেলম্যান রিপার্টরির হয়ে। পাভেল এখন ব্যস্ত আছেন ঈদের নাটকে অভিনয় নিয়ে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
জেএমএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।