ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাফিনের কণ্ঠে নজরুলের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
শাফিনের কণ্ঠে নজরুলের গান শাফিন আহমেদ, ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদের বেড়ে ওঠা নজরুল সংগীতের সঙ্গে। তার মা ফিরোজা বেগম ছিলেন নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে প্রিয় কবির গান কণ্ঠে তুলেছেন মাইলস ব্যান্ডের এই ভোকালিস্ট।  

 আগামী ২৭ আগস্ট বিকেল  ৫টায় আরটিভিতে প্রচার হবে  বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এতে শোনা যাবে শাফিনের নজরুল সংগীত। অনুষ্ঠানে আরও গাইবেন প্রিয়াংকা গোপ।

বিশেষ এই অনুষ্ঠানে দুই শিল্পী নজরুলের জনপ্রিয় ও অপ্রচলিত গান করবেন। পরিবেশনার পাশাপাশি তারা কথা বলবেন  নজরুল সংগীতের নানা বিষয় নিয়ে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।