ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শহীদ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন সিরাজুল ইসলাম চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
শহীদ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন সিরাজুল ইসলাম চৌধুরী শহীদ আলতাফ মাহমুদ ও সিরাজুল ইসলাম চৌধুরী

শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক ২০১৬ পাচ্ছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আগামী ৩০ আগস্ট অমর সুরস্রষ্টার অন্তর্ধান দিবসে সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এ গুণী ব্যক্তিত্বের হাতে পদক তুলে দেওয়া হবে।

 

পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক, উত্তরীয় এবং নগদ টাকা প্রদান করা হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে শহীদ আলতাফ মাহমুদ ও সিরাজুল ইসলাম চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন শিল্পসমালোচক মফিদুল হক।

শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন চলতি বছর ১১ বছরে পদার্পণে করেছে।  
এর সদস্য সচিব ও শহীদের কন্যা শাওন মাহমুদ। তিনি বলেন, ‘আলতাফ মাহমুদ যে সত্যেরে পথে অবিচল থেকে মানুষের জন্য দেশের জন্য জীবন উৎসর্গ করে শহীদের মর্যাদা অর্জন করেছেন, সিরাজুল ইসলাম চৌধুরী সেই পথের অক্লান্ত এক পথিক। তার হাতে শহীদ আলতাফ মাহমুদ নামাঙ্কিত পুরস্কার অর্পণ করে গৌরব অর্জন করার সুযোগ পাচ্ছি আমরা। ’

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।