ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীরের টানে ক্যারিয়ার বিসর্জন দিচ্ছিলেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
রণবীরের টানে ক্যারিয়ার বিসর্জন দিচ্ছিলেন ক্যাটরিনা! ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন অভিনেতা রণবীর কাপুর। এবার ছড়িয়ে পড়লো আরেকটি চমকানোর মতো ঘটনা।

সম্প্রতি ভারতের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রণবীর আবেগঘন অনুভূতিতে জানান, ক্যাটরিনাই তার জীবনের সবচেয়ে প্রভাবশালী ও প্রেরণাদায়ী সত্তা। কিন্তু তার এ কথায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি ক্যাটের মধ্যে। বরং প্রাক্তন প্রেমিকের কথা কানেই নেননি ‘এক থা টাইগার’ তারকা।

অথচ ছয় বছরের মন দেওয়া-নেওয়ার সম্পর্কের ওপর ভিত্তি করে ক্যাটরিনাকে নিজের বলেই ধরে নিয়েছিলেন রণবীর। তাদের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, প্রেমের টানে ক্যারিয়ারকে থমকে রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন ক্যাট। এজন্য নতুন কোনো ছবি হাতে নিচ্ছিলেন না তিনি। মিসেস রণবীর কাপুর হওয়ার প্রস্তুতিও শুরু করেছিলেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। কিন্তু ‘ব্যাং ব্যাং’ তারকার এই আবেগকে গুরুত্ব দেননি রণবীর।

জানা গেছে, নিজেদের অভিনীত ‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারণা শুরুর আগে ক্যাটরিনার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে যারপরনাই চেষ্টা করছেন রণবীর। এজন্যই নাকি তিনি টিভিতে ওইরকম আবেগ দেখিয়েছেন।

এদিকে ক্যাটরিনার নতুন ছবি ‘বারবার দেখো’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। এতে তার বিপরীতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। পরিচালনা করেছেন নিত্য মেহরা।

* ‘বারবার দেখো’ ছবির ‘নাচদে নে সারে’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।