ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের বোনের অ্যাপার্টমেন্টে চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
সালমানের বোনের অ্যাপার্টমেন্টে চুরি সালমান খান ও অর্পিতা খান শর্মা

মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার প্যাসিফিক হাইটসে সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতা খান শর্মার অ্যাপার্টমেন্ট থেকে মূল্যবান জিনিস ও নগদ টাকা মিলিয়ে ৩ লাখ ২৫ হাজার রুপি চুরি হয়েছে।

সোমবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছে পুলিশ।

তাদের ভাষ্য, বেড়ানোর পর গত ২১ আগস্ট অ্যাপার্টমেন্টে ফিরে অর্পিতা ও তার স্বামী আয়ুষ শর্মা বুঝতে পারেন চোর এসেছিলো।

এ প্রসঙ্গে মুম্বাইয়ের খার থানার কর্মকর্তা রামচন্দ্র যাদব বলেন, ‘আমরা গৃহকর্মী আফসাকে খুঁজছি। সে এই অ্যাপার্টমেন্টে কাজ করতো। গত ৩০ জুলাই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সন্দেহ করছি, রোববারের আগেই চুরি সংঘটিত হয়েছে এখানে। ’

পুলিশ আরও জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ৩৮১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। অর্পিতার অ্যাপার্টমেন্ট থেকে নগদ ২ লাখ ২৫ হাজার রুপি এবং ১০ গ্রামের সোনার কয়েন ও দামি পোশাক নিয়ে গেছে চোর।

এদিকে জানা গেছে, গৃহকর্মী আফসাকে নাকি পুলিশ এরই মধ্যে আটক করেছে। দেড় বছর ধরে সে কাজ করছিলো। এ ঘটনায় অর্পিতার গাড়ির ড্রাইভার ও প্রতিবেশি অ্যাপার্টমেন্টের মানুষদের সঙ্গে কথা বলে এবং তাদের সহযোগিতায় নালাসোপারায় ওই গৃহকর্মীর বাড়ির অবস্থান জানতে পারে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।