ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কালা চশমা’ ঢঙে প্রিয়াঙ্কার ধন্যবাদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
‘কালা চশমা’ ঢঙে প্রিয়াঙ্কার ধন্যবাদ প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও হার্টথ্রব সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘বারবার দেখো’ ছবির ‘কালা চশমা’ গানটি তারকাদেরও মন কেড়েছে। এই দলে আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও।

ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছুঁয়েছে ১ কোটির মাইলফলক।

অনুসারীর দিক দিয়ে কোটিপতি হওয়ায় ইনস্টাগ্রাম ও টুইটারে উচ্ছ্বাস দেখিয়েছেন প্রিয়াঙ্কা। এর অংশ হিসেবে নিজের কয়েক মিনিটের একটি ক্লিপ শেয়ার করেন তিনি। এতে দেখা যাচ্ছে- কালো চশমা পরে আছেন প্রিয়াঙ্কা। এর একটি লেন্সে ১ আর অন্যটিতে শুন্য ডিজিট লেখা। ৩৪ বছর বয়সী এই তারকা ক্যাপশনে লিখেছেন, ‘ইনস্টাগ্রামে আমাদের ১ কোটি পরিবারকে ধন্যবাদ। অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। ’

বড় পর্দা জয়ের পর আন্তর্জাতিক টেলিভিশন সিরিজ ও শীর্ষ ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে আর্ন্তজাতিক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার হাতে এখন ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের কাজ।

হলিউডে প্রিয়াঙ্কার প্রথম ছবি ‘বেওয়াচ’-এ আছেন ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন, জ্যাক এফ্রন। সুপারমডেল হেইডি ক্লুমের ‘প্রজেক্ট রানওয়ে’ অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবেও দেখা যাবে সামনে।

এদিকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পারপল পিবল প্রোডাকশন্স থেকে নির্মাণাধীন মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এ গাইবেন প্রিয়াঙ্কা। এতে মা মধু চোপড়ার সঙ্গে একটি দৃশ্যে দেখা যেতে পারে তাকে।

ইনস্টাগ্রামে ১ কোটি ৭০ লাখ অনুসারী নিয়ে প্রথম স্থানটি দীপিকা পাড়ুকোনের দখলে। ৮৫ লাখ অনুসারী আছে আলিয়া ভাটের। এ তালিকায় সোনম কাপুর চতুর্থ (৬৮ লাখ অনুসারী) ও অক্ষয় কুমার পঞ্চম (৬৩ লাখ অনুসারী)।

* ‘বারবার দেখো’ ছবির ‘কালা চশমা’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।